কেন্দ্রের হলফ নামায় কৃষক বিক্ষোভে খালিস্তানী জঙ্গি যোগের উল্লেখ

0
65

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

দিল্লি সীমান্তের কৃষক বিক্ষোভে উস্কানি দিয়েছে খলিস্তানী জঙ্গিরা, সুপ্রিমকোর্টে এমনই জানিয়েছে কেন্দ্র। তারপরই অ্যাটর্নি জেনারেল কেকে বেণুগোপালকে হলফনামা জমা করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারকে সমর্থন জুগিয়ে একটি কৃষক সংগঠন অভিযোগ তুলেছিল, নিষিদ্ধ গোষ্ঠী খলিস্তানিরা কৃষকদের প্রতিবাদে উস্কানি দিচ্ছে।

farmers | newsfront.co

কৃষি আইনকে সমর্থন করে একটি মামলা করা হয়েছে। মামলাকারীর হয়ে বর্ষীয়ান আইনজীবী হরিশ সালভে জানিয়েছেন, খলিস্তানিরা নিজেদের পতাকাও ব্যবহার করছে কৃষক বিক্ষোভে। অভিযোগ নিশ্চিত হয়েছে কিনা? তা নিয়ে অ্যাটর্নি জেনারেলকে প্রশ্ন করেছেন প্রধান বিচারপতি এসএ বোবদে।

আরও পড়ুনঃ কোন মধ্যস্থতা নয়, আইন বাতিলের দাবিতেই অনড় কৃষকরা

উত্তরে বেণুগোপাল জানিয়েছেন, সরকারও বলেছে যে কৃষক প্রতিবাদে খলিস্তানিরা ঢুকে পড়েছে। তা শুনে প্রধান বিচারপতি বলেন, নিষিদ্ধ গোষ্ঠী ঢুকে পড়ার অভিযোগ উঠলে তা নিশ্চিত করতে হবে সরকারকে। পরদিনই হলফনামা জমা করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। গোয়েন্দা দফতরের থেকে তথ্য নিয়ে বুধবারই হলফনামা পেশ করবেন বলে জানিয়েছেন এটর্নি জেনারেল কে কে বেণুগোপাল।

মঙ্গলবার নতুন তিনটি কৃষি আইনেই স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। ওই মামলার শুনানিতে কেন্দ্র সুপ্রিম কোর্টে সওয়ালে দাবি করে কৃষকদের আন্দোলনে খলিস্তানি অনুপ্রবেশকারীরা ঢুকে পড়েছে। কেন্দ্রের তরফে অ্যাটর্নি জেনারেল কেকে বেণুগোপাল এই বিবৃতি দিতেই শীর্ষ আদালত তাঁকে এফিডেভিট দায়ের করতে বলেছে। তখন এজি বলেন, আইবি-র কাছ থেকে তথ্য নিয়ে বুধবার তিনি এফিডেভিট জমা দেবেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here