প্রেমচন্দ্রর প্রচারে খড়্গপুরে সৌমিত্র জায়া, সঙ্গে দিলীপ

0
20

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

ইতিমধ্যেই খড়্গপুর বিধানসভার উপনির্বাচনকে ঘিরে যথেষ্ট টক্কর দেখা দিয়েছে রাজনৈতিক স্তরে। একদিকে যেমন নিজেদের বিধানসভার আসন হাতছাড়া করতে চাইছে না বিজেপি, অন্যদিকে তৃণমূলও দখল করে নিতে চাইছে এই আসন। ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল তারকাদের নিয়ে প্রচার শুরু করেছেন বিরোধী থেকে বর্তমান শাসক দল।

Kharagpur by-election vote campaign by dilip ghosh
ভোট প্রচার। নিজস্ব চিত্র

সেই দিকটা উপেক্ষা করে আগামী লোকসভা ভোটে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সৌমিত্র খাঁ-এর তখনকার পরিস্থিতিতে প্রচারসহ ভোটের ময়দানে কোমর বেঁধে লড়াই করেছিল বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-এর স্ত্রী সুজাতা খাঁ। এবার সেই সুজাতা খাঁ-কে খড়্গপুর উপনির্বাচনের কেন্দ্রের প্রচারে লক্ষ্য করা গেল। মঙ্গলবার খোলা গাড়িতে বিজেপি পার্থী প্রেমচন্দ্র ঝাঁ-এর সমর্থনে খড়্গপুর এলাকায় প্রচার সেরে ফেললেন এই দিন। রাজনৈতিক মহলের একাংশের ধারণা বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের কায়দায় খড়্গপুর উপ-নির্বাচনে জয়ী হবে বিজেপি এটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

Kharagpur by-election vote campaign by dilip ghosh
দিলীপ ঘোষ। নিজস্ব চিত্র

অন্যদিকে এই প্রচারে বিজেপির রাজ্য সভাপতিরও যথেষ্ট তাৎপর্য রয়েছে চোখে পড়ার মতো। এই দিন প্রচার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপালের সাপেক্ষে দিলীপ ঘোষ বলেন বিনাশ কালে বিপরীত বুদ্ধি। এরা এক সময় রাজ্যপালের বিরুদ্ধে নানান সমালোচনা করেছেন বিরোধী হিসাবে রাজ্যপালকে দেখতেন, আমাদের দলের দুই কেন্দ্রীয় মন্ত্রী ঘূর্ণিঝড় বুলবুল ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করতে গিয়েছিলেন সেখানে তাদেরকে কালো পতাকা এবং বিক্ষোভ দেখানো হয়। শুধু তাই নয় রাজ্যপালকে নিয়োগে এরকম পরিস্থিতির সৃষ্টি হয়। এরা যে হেরে গেছে তা ক্লিয়ার হয়ে গেছে, এমনই বক্তব্য দেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here