করোনা পরীক্ষার যন্ত্র আবিষ্কার করে তাক লাগাল খড়গপুর আইআইটি

0
85

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

covid 19 diagnostic device | newsfront.co
নিজস্ব চিত্র

করোনা সনাক্তকরণে তাক লাগিয়ে দেওয়ার মতো আবিষ্কার খড়্গপুর আইআইটি-র দুই বাঙালি গবেষক অরিন্দম মণ্ডল এবং সুমন চক্রবর্তীর। তারা এমন এক যন্ত্র আবিষ্কার করেছেন যার মাধ্যমে ৪০০ টাকারও কম খরচে, মাত্র ১ ঘন্টার মধ্যে করোনার রিপোর্ট জানা যাবে।

testing | newsfront.co
নিজস্ব চিত্র

শুধু তাই নয়, এই সস্তার যন্ত্র ব্যবহার করাও খুব সহজ। বাজারে একটি আর টিপিসিআর যন্ত্র কিনতে যেখানে খরচ হয় প্রায় ১৫ লক্ষ টাকা, সেখানে মাত্র ২ হাজার টাকায় এই যন্ত্র পাওয়া যাবে। আর এই যন্ত্রের সাহায্যে করোনা পরীক্ষা করারও বিশেষ কোনও ঝামেলা নেই। আর পরীক্ষার রিপোর্ট পাওয়ার জন্য বেশি সময় অপেক্ষা করতে হবে না।

আরও পড়ুনঃ বাংলাদেশকে ‘ইদ উপহার’ দিচ্ছে ভারত

মাত্র এক ঘন্টায় করোনা পরীক্ষার রিপোর্ট পাওয়া যাবে। শনিবার দুপুরে খড়গপুর আইআইটি চত্বরে প্রতিষ্ঠানের ডিরেক্টর অধ্যাপক বীরেন্দ্র কুমার তেওয়ারির উপস্থিতিতে এই নব আবিষ্কৃত যন্ত্রটির উদ্বোধন করা হয়েছে।খড়গপুর আইআইটির ডিরেক্টর অধ্যাপক বীরেন্দ্র কুমার তেওয়ারি বলেছেন, “কোভিড পরীক্ষায় এই যন্ত্রের আবিষ্কার প্রতিষ্ঠানের একটি মাইল ফলক হিসাবে বিশ্বের দরবারে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।” তিনি জানিয়েছেন, প্রতিষ্ঠান যেকোনও সংস্থার সঙ্গে যৌথভাবে এই যন্ত্র বাজারজাত করার জন্য প্রস্তুত। মাত্র এক বর্গ ফুট মাপের যন্ত্রটি এখন বাজারে আসার অপেক্ষা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here