নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
গান্ধীয়ান ইয়ং টেকনোলজিক্যাল ইনোভেশন পুরস্কার ২০২০ জিতে নিলো আইআইটি খড়্গপুর। আইআইটি খড়্গপুরের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক সুমন চক্রবর্তী, অধ্যাপক পার্থ সাহা এবং ডঃ আদিত্য বন্দ্যোপাধ্যায় এই তিনজন সম্মিলিতভাবে গান্ধীয়ান ইয়ং টেকনোলজিক্যাল ইনোভেশন পুরস্কার ২০২০ জিতে নিলেন, তাঁদের গবেষণার বিষয় হলো, ‘ ইলেকট্রিক্যাল পাওয়ার জেনারেশন ফ্রম ওয়েট টেক্সটাইল।‘
কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে পুরষ্কৃত হলেন অধ্যাপক সুনন্দ দাশগুপ্ত ও তাঁর টিম। তাঁদের গবেষণার বিষয় হল, ‘স্মার্ট, ফ্লেক্সিবল এন্ড মাল্টিপারপাস থার্মাল এন্ড এনার্জি ম্যানেজমেন্ট সিস্টেমস ফর নেক্সট জেনারেশন ইলেকট্রনিক ডিভাইসেস।‘
সংস্থার ডিরেক্টর ড: বীরেন্দ্র তেওয়ারী, গবেষকদের অভিনন্দন জানিয়ে বলেন , এই ধরণের গবেষণা আরও হচ্ছে এবং হবে। আমাদের এখনও এমন বহু ক্ষেত্র আছে যেখানে যথেষ্ট পরিমাণ শক্তির উৎস এবং সেই শক্তির বিভাজন নিয়ে আরো গবেষনা দরকার যা আমাদের দেশের প্রয়োজন অনুযায়ী শক্তির চাহিদা মেটাতে সক্ষম হবে।
আরও পড়ুনঃ যুদ্ধ বিমান বিক্রির বিজ্ঞাপন ওএলএক্স-এ! দাম ১০ কোটি
ডঃ সুনন্দ দাশগুপ্ত তাঁদের গবেষণা সম্পর্কে জানান, যে শক্তি তাঁরা উৎপন্ন করছেন তা সঞ্চয় করা এবং সদর্থক ম্যানেজমেন্টের মাধ্যমে তা ছড়িয়ে দেওয়া; এটিই তাদের উদ্দেশ্য। তাঁর গবেষক দল কাজ করছে সংকুচিত অবস্থায় তাপশক্তির সঞ্চয় ও বিভিন্ন প্রকারে তা কিভাবে প্রয়োজনীয় মাধ্যমে ছড়িয়ে দেওয়া যায় সেই বিষয়ে, তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ভবিষ্যতের বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতি যাদের মধ্যে তাপশক্তি সঞ্চয় পদ্ধতি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584