সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ
মিষ্টির দোকানে দুষ্কৃতী হামলা।হামলায় আক্রান্ত দোকান মালিক সহ দুই কর্মচারী । টাকা দিতে না পারায় বেধরক মার। রক্তাক্ত অবস্থায় আক্রান্তরা চিৎকারে করলে ঘটনাস্থলে আসে স্থানিয় পথচলতি মানুষ জন।আক্রান্তরা মথুরাপুর গ্রামীন হাসপাতালে চিকিৎসাধীন।মথুরাপুর থানার রেলগেটের ঘটনাটি ঘটেছে।ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করলেও এখনও অধরা দুস্কৃতিরা ।
অভিযোগ শুক্রবার গভীররাতে দোকান বন্ধ করার সময় সাত আট জন স্বসস্ত্র দুষ্কৃতী নিউ ঘোষ মিষ্ঠান্ন ভান্ডারে চরাও হয় । ঘটনা মালিক তাপস ঘোস সহ তার ভাই ও এক কর্মচারিকে মারধর করে। টাকা দিতে রাজি না হওয়াই ভাঙচুর করে । পরে অস্ত্র দেখিয়ে কুড়িহাজার টাকা লুট করে।ঘন্টা খানেকের পর চম্পট দেয় দুষ্কৃতীরা।পরে মথুরাপুর থানার পুলিশ এসে অভিযোগকারিদের সঙ্গে কথা বলে তদন্ত শুরু করে।ঢিল ছোঁড়া দুরত্বে থানা, তাই পুলিশি ভুমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।ঘটনার জেরে মথুরাপুর বিষ্ণুপুর রোড অবরোধ হয়,পুলিশকে ঘিরে বিক্ষোভ চলে। নিরাপত্তা নিয়ে ক্ষোভ ব্যবসায়ীদের।পথ অবরোধের ফলে নাজেহাল নিত্যযাত্রীরা। দুষ্কৃতীদের গ্রেফতার না করলে ব্যবসায়ীরা লাগাতার আন্দোলন চালাবে বলে জানা যাচ্ছে।
আরও পড়ুনঃ রাতভর বোমাবাজি ,তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তাল সবং
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584