নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা করার পর মঙ্গলবার তিনি প্রথম কর্মী সভা করলেন নন্দীগ্রামের বটতলা এলাকায়।
জানা গিয়েছে আগামীকাল হলদিয়ায় মনোনয়নপত্র জমা দেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই দিন এই সভা মঞ্চ থেকে তিনি বলেন, আমি কথা দিয়েছিলাম নন্দীগ্রামের হয়ে আমি প্রতিদ্বন্দ্বিতা করব।
পাশাপাশি তিনি আরও বলেন, “এই নন্দীগ্রামের আন্দোলন সারা বিশ্বের দরবারে পৌঁছে গেছে, দিল্লির দরবারে পৌঁছে গিয়েছি নন্দীগ্রামের মানুষের কথা। আপনারা ভাবছেন আমি নন্দীগ্রামে কেন দাঁড়ালাম, শেষবার যখন সভা করতে এসেছিলাম তখন আমি আপনাদের আবেগ দেখে কথা দিয়েছিলাম। ভুলতে পারি নিজের নাম ভুলবো নাকো নন্দীগ্রাম। তাই নন্দীগ্রামের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে এসেছি।”
পাশাপাশি নন্দীগ্রাম আন্দোলন নিয়ে এই দিন তার বক্তব্যে উঠে আসে অনেক ঘটনা, উঠে আসে তৎকালীন তৃণমূল নেতা আনিসুর রহমানের নাম। এদিন আনিসুর রহমান প্রসঙ্গে তিনি বলেন, আনিসুর রহমানকে মিথ্যা মামলায় জেলে ভরা হয়েছে। আমি তার নাম বলব না।
আরও পড়ুনঃ নন্দীগ্রামে মমতা ব্যানার্জী ২০০ শতাংশ হারবেঃ কৈলাশ বিজয়বর্গীয়
এক ঝাঁক প্রকল্পের বিষয় নিয়েও বক্তব্য শোনা যায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে। এদিন বহিরাগত প্রসঙ্গ নিয়ে তিনি বলেন, আমি বাইরের লোক না এই বাংলার লোক, আমি যদি বহিরাগত হতাম তাহলে এই বাংলার মুখ্যমন্ত্রী হতাম না। এমনটাই মন্তব্য করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুনঃ ভোটের পর মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে কুঁড়েঘর বানিয়ে দেওয়ার আশ্বাস মুকুল রায়ের
পাশাপাশি নাম না করে সাম্প্রদায়িক ইস্যু নিয়ে বিজেপি কে কটাক্ষ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্যের মাঝেও তার মুখ থেকেও শোনা গেল খেলা হবে। সারা রাজ্যের মধ্যে এখন ভোট রাজনীতিতে সারাবাংলা থেকে শুরু করে সারা দেশের মানুষ তাকিয়ে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584