‘খেলেছি আজগুবি’ আসছে ওটিটি-তে

0
174

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত ছবি ‘খেলেছি আজগুবি’ আসছে জি ফাইভে। বছর দুয়েক আগেই ছবিটির কাজ শেষ করে ফেলেছিলেন পরমব্রত। নানা কারণে আসতে বিলম্ব হল দর্শক দরবারে।

Khelechi Ajgubi | newsfront.co

করোনার কারণে মাঠের ঘ্রাণ আস্বাদনে আজ বড় বাধা। পরমব্রতর ‘খেলেছি আজগুবি’ মাঠমুখী দর্শককে ঘরে বসেই মাঠের আনন্দ দেবে।

Khelechi Ajgubi | newsfront.co

এ দেশে আসা আফ্রিকান ফুটবলার খেলেছি আজগুবির সঙ্গে রাজু অর্থাৎ পরমব্রতর অ্যাডভেঞ্চার-কে মূলধন করেই এই ছবি আসছে বাংলা ও হিন্দি ভার্সনে। হিন্দি ভার্সনের নাম ‘তিকিতাকা’।

Khelechi Ajgubi | newsfront.co

ড্রাগ পাচারের মতো একটি অপরাধমূলক দিক উঠে আসবে ছবিতে। পরমব্রতকে দেখা যাবে রাজু নামে একজন স্মার্ট ট্যাক্সি ড্রাইভারের চরিত্রে। তার বান্ধবী বনি পেশায় সাংবাদিক। এই দুজনের এই শহরে টিকে থাকার গল্প বলবে এই ছবি।

Parambrata Chattarjee | newsfront.co

ছবিতে শাশ্বত চট্টোপাধ্যায়কে দেখা যাবে আন্তর্জাতিক ফুটবলার পি.কে ব্যানার্জির চরিত্রে। খেলেছির ভূমিকায় ব্রুনো ভেঞ্চুরে। রয়েছেন খরাজ মুখার্জি, পরাণ বন্দ্যোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, শান্তিলাল মুখার্জি, ঋতাভরী চক্রবর্তী সহ আরও অনেকে। গল্প লিখেছেন রোহন ঘোষ এবং শৌভিক ব্যানার্জি৷

আরও পড়ুনঃ তৃণাকে চায় না নীল, বলল শানের ‘চাইনা’

ছবিতে দুটি বড় দলের নাম নতুনবাগান আর ইয়ংবেঙ্গল। খেলেছিকে নিয়ে এই দু’দলের টানাটানিও ছবির আরেকটি দিক। বাকিটা বলে দিলে দেখার মজা থাকবে না।

প্রসঙ্গত, এই ছবিতে প্রখ্যাত ফুটবল ভাষ্যকার বিপ্লব দাশগুপ্ত এবং মিহির দাসের কণ্ঠে শোনা যাবে কমেন্ট্রি। পরমব্রতর এহেন উদ্যোগ অন্য মাত্রা দেবে ছবিটিকে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here