পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে জন্মদিনে ক্ষুদিরাম বসু স্মরণ

0
94

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর:

শনিবার বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের উদ্যোগে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে শ্রদ্ধার সঙ্গে পালিত হলো বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর ১৩৪ তম জন্মদিবস। এদিন সকালে মেদিনীপুর শহরের হবিবপুরে ক্ষুদিরাম বসুর জন্মস্থানে বিভিন্ন সংগঠনের পক্ষ ক্ষুদিরামের আবক্ষ মূর্তিতে মাল্যদান ও অন্যান্য কর্মসূচি অনুষ্ঠিত হয়।মেদিনীপুর সমন্বয় সংস্থর মেদিনীপুর টাউন আঞ্চলিক ইউনিটের পক্ষ থেকে হবিবপুরে আয়োজিত এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন
সংগঠনের উপদেষ্টা মন্ডলীর তিন সদস্য অধ্যাপক মন্টুরাম জানা,অনাদি কুমার জানা,ডাঃ দেবব্রত চ্যাটার্জী কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক অমিত কুমার সাহু,চার সহ-সম্পাদক অমিতাভ দাস,অধ্যাপক ডঃ সুশান্ত দে, দেবীপ্রসাদ নন্দী, সুদীপ কুমার খাঁড়া, কোষাধ্যক্ষ ডাঃ অরূপ কুমার দাস, সহ-কোষাধ্যক্ষ তারাপদ বারিক, কার্যকরী কমিটির সদস্য চিত্তরঞ্জন মুখার্জি, বিশ্বজিৎ সাহু, ইউনিটের অন্যতম সদস্য নন্দদুলাল ভট্টাচার্য প্রমুখ।

মেদিনীপুর ডট ইনের পক্ষ থেকেও দিনটি শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়। সংস্থার পক্ষ থেকে আগের দিন ক্ষুদিরামকে আবক্ষ মূর্তিটিকে জল দিয়ে ধুয়ে দেওয়া হয়। সকালে জাতীয় পতাকা,বেলূন, ফুলমালা দিয়ে মূর্তির চারপাশ সাজিয়ে দেওয়া হয়।সিদ্ধিশ্বরী কালী মন্দিরের চরণামৃত,প্রসাদ, পায়েস,মিস্টি ক্ষুদিরামের মূর্তির সামনে রাখা হয়। ডট ইনের পক্ষে আয়োজিত এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন গবেষক অরিন্দম ভৌমিক, শিক্ষিকা সোমা চট্টরাজ, শিক্ষক আনন্দরূপ নায়েক,গৌতম দেব, সুদীপ কুমার খাঁড়া,শুদ্ধসত্ব মান্না,রাকেশ সিংহ দেব,পূর্ণ আধিকারী, সমাজকর্মী কৌশিক কঁচ,রিংকি ভৌমিক সহ অন্যান্যরা। এদিন হবিবপুরে বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতির উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা সম্পাদক প্রভাত ভট্টাচার্য, নন্দদুলাল ভট্টাচার্য, বাবুলাল শাসমল,ডাঃ দেবব্রত চ্যাটার্জী সহ অন্যান্যরা। কর্মসূচিতে বক্তব্য রাখেন বিশিষ্ট বাগ্মী নন্দদুলাল ভট্টাচার্য।

সংকল্প ফাউন্ডেশন পক্ষ থেকে আয়োজিত এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সমাজসেবী গোপাল সাহা, সম্পাদিকা পারমিতা সাউ, সদস্য পিন্টু সাউ,প্রভাত কামিল্যা প্রমুখ। এই উপলক্ষ্যে ক্ষুদিরমের জন্মভিটা মোহবনীতেও শ্রদ্ধার সঙ্গে দিনটি পালিত হয়।পাশাপাশি এদিন জেলার বিভিন্ন স্থানে বামপন্থী ছাত্র-যুব সংগঠনের পক্ষ থেকে দিনটি পালিত হয়। মেদিনীপুর সদর ব্লকের চুয়াডাঙ্গা হাইস্কুল সহ জেলার বিভিন্ন বিদ্যালয়ে দিনটি শ্রদ্ধার সঙ্গে পালিত হয়।চূয়াডাঙ্গা স্কুলে আয়োজিত কর্মসূচিতে প্রধান শিক্ষক শুভেন্দু সিনহা,সহকারী প্রধান শিক্ষক মাতুয়ার মল্লিক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here