নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
ফোর্স অফিসার অভয় প্রতাপ সিং হাজির। আর কোনও চিন্তা নেই। দুষ্কৃতিদের রাতের ঘুম, দিনের অবাধ দৌরাত্মে এবার লাগাম টানবেন তিনি। আগেও টেনেছেন। এবার তিনি আরও কঠিন। আর তাকে নিয়েই জি ফাইভের ক্রাইম থ্রিলার ‘অভয়’ প্রথম স্ট্রিমিং হয় ২০১৯-এর ফেব্রুয়ারিতে। এবার ‘অভয় টু’।
অভয় প্রতাপ সিং-এর হাত ধরেই ওয়েবে পা রাখলেন অভিনেতা কুণাল খেমু। তিনি ছাড়াও রয়েছেন বিদিতা বাগ, চাঙ্কি পাণ্ডে, রাম কাপুর সহ আরও অনেকে। পরিচালনায় কেন ঘোষ।
প্রথম সিজনেই দারুণ সাড়া ফেলেছিল এই হিন্দি ভাষার ওয়েব সিরিজিটি। দ্বিতীয়টি আরও বেশি জোরদার। টানটান উত্তেজনা, ভয়, বুক ধড়ফড়ানি, চুড়ান্ত অপরাধ– একটা ক্রাইম থ্রিলারে ঠিক যা যা মশলা লাগে তার সবই আছে ‘অভয় টু’তে। ১৪ অগাস্ট দর্শক দরবারে এল ‘অভয় টু’। এই অবধি সব ঠিক ছিল।
কিন্তু এ কী? কুণাল খেমুর অপরাধীদের তালিকায় শহীদ ক্ষুদিরাম বসুর ছবি? আজ্ঞে হ্যাঁ, ‘অভয় টু’ দেখতে বসে তেমনই দৃশ্য চোখে পড়েছে দর্শকের। এমন অনিচ্ছাকৃত ভুল কোন তরফের তা জানা নেই। তবে সম্পাদক মহাশয়ের সতর্কতা কাম্য ছিল।
এমন এক দায়িত্ব যখন তাঁর কাঁধে তখন সজাগ থাকাটা জরুরি। স্ট্রিমিংয়ের আগে নিশ্চয়ই তা বার কয়েক দেখা হয়েছে। এমন এক কাণ্ড যে ঘটে বসে আছে তা হয়ত কেউ ঠাহরই করেনি। করেছেন দর্শক। দর্শকই আসল বিচারক, আরও একবার প্রমাণিত হল সেই সত্য। তবে, এমন এক ভুল শুধু ভুল নয়, অপরাধ বটে। বলতে দ্বিধা নেই, স্বাধীনতা দিবসের আবহে এমন এক প্রাপ্তি বঙ্গ সন্তান শহীদ ক্ষুদীরাম বসুকে আহত করে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584