নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। সারা বছর এই উৎসবের অপেক্ষায় থাকে সমস্ত বাঙালিরা। তাই দুর্গাপুজো যত এগিয়ে আসছে সকলের নজর তখন ক্যালেন্ডার পাতার দিকে, কবে আসছেন মা।
আর এই কারনেই বড় বড় পূজো উদ্যোক্তাদের এখন থেকেই ঘুম কামাই করে ফেলেছে, কেমন হবে দেবীর থিম বা মন্ডপের নতুনত্ব।
রাজ্যের বিভিন্ন জায়গার পূজো উদ্যোক্তারা” খুঁটি পূজো ” মাধ্যমে যা এককথায় প্রাক আরাধনা শুরু করে দিয়েছে। পূজোর প্রস্তুতি একপ্রকার শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গায়।
শুক্রবার পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার অন্তর্গত প্রতাপপুর সার্বজনীন দূর্গোৎসব কমিটির খুঁটি পূজো অনুষ্ঠিত হলো। বর্তমানে পূজোটি ৫৪ বছরে পদার্পন করলো।
আরও পড়ুনঃ রথযাত্রা উপলক্ষে খুঁটিপুজো মাদারিহাটে
তবে বিগত চারবছর এই পূজো সামলাচ্ছেন এলাকার মহিলারাই। এই খুঁটি পূজোর আনুষ্ঠানিক সূচনা করলেন পাঁশকুড়া পৌরসভার পৌরপ্রধান নন্দকুমার মিশ্র। যদিও পূজোটির একসময়ের দায়িত্ব নন্দ বাবুই সামলাতেন।
তবে বর্তমানে এলাকার মহিলাদের ওপরই পূজোর দায়িত্বভার ন্যাস্ত করেছেন।
নন্দ বাবু জানান, প্রতিবছর পাঁশকুড়া এলাকায় এই পূজো বিভিন্ন থিম মন্ডপ ও প্রতিমায় রাখার চেষ্টা করা হয়। এবছরও তার ব্যতিক্রম ঘটবে না।তবে এবছরে পূজোর উদ্বোধন করবেন চলচ্চিত্রের অভিনেত্রী ইন্দ্রানী দত্ত। এবারের পূজোয় পাঁশকুড়াবাসীদের মন আবারো কাড়বে এমনটাই আশাপ্রকাশ করেন নন্দবাবু।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584