সুদীপ পাল,বর্ধমানঃ
অন্য পাড়ায় পুজো হয় কিন্তু নিজেদের কোন পুজো ছিল না। পুজো দেখতে মহিলাদের যেতে হত অন্য পাড়ায়। অবশেষ পাড়ার মহিলারা সিদ্ধান্ত নেন তাদের পাড়াতে দেবি দুর্গাকে এনে পুজো করা হবে। শুরু হল কাঁকসার মহিলা পরিচালিত আন্তরিক পুজো কমিটির পুজো। এই পুজো একেবারে পারিবারিক ধাঁচে হয়। চারদিন পাড়ার কোন বাড়িতে রান্না হয় না। পাড়ার সবাই পুজো মন্ডপেই করেন খাওয়া দাওয়া। পুজো কমিটির এক সদস্যা বলেন, গত বছর নবমীর দিন দর্শকদের হাতে নাড়কেল নাড়ু তুলে দেওয়া হয়েছিল, পাড়ার মহিলারাই বানিয়েছিলাম।
তাছাড়া সেফ ড্রাইভ সেভ লাইফ সফল করতে এলাকার শিশুদের হেলমেট দেওয়া হয়। খুব বড় বাজেটের পুজো নয় কিন্তু সম্পূর্ণ ভাবে মহিলাদের দ্বারা পরিচালিত কাঁকসা আন্তরিক মহিলা পুজো কমিটি আন্তরিকতার সাথেই পুজো করে বলে জানাচ্ছেন এলাকার পুরুষেরা। সেই পুজোরই খুঁটি পোঁতা হল এদিন। কমিটির সম্পাদক বৈশাখী বন্দ্যোপাধ্যায় সহ পাড়ার মহিলারা এদিন উপস্থিত ছিলেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584