নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
গত শনিবার জন্ম নেওয়া এক সন্তান প্রসূতির কাছ থেকে রবিবার চুরি গিয়েছিল। দিনের বেলা চুরি যাওয়া ওই শিশু সন্তান তার মধ্যেই তদন্ত করে খুঁজে বের করে দিয়েছিল কোতোয়ালি থানার পুলিশ।
ছয় ঘণ্টার এই অন্তর্ধান রহস্য ব্যাপক তোলপাড় হয়েছিল মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। যার যবনিকা হলো মঙ্গলবার দুপুরে। সুস্থ শরীরে হাসিমুখে উদ্ধার হওয়ার নিজেদের সন্তানকে কোলে নিয়ে বাড়ি ফিরল পরিবার। স্বস্তি পেল হাসপাতাল কর্মী ও আধিকারিকরা।
গত শনিবার মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি হয়েছিল গড়বেতার বাসিন্দা গৃহবধূ সুমিত্রা খামরুই। ওই রাতেই একটি পুত্রসন্তানের জন্ম হয়েছিল তার।
আরও পড়ুনঃ খোয়া যাওয়া মোবাইল মালিকের কাছে ফেরালো তমলুক পুলিশ
রবিবার দুপুরে সন্তানকে নিয়ে ঘুমিয়ে থাকার সময় চুপিসারে শিশুটিকে চুরি করে নিয়ে পালিয়ে ছিলেন এক মহিলা। ঘটনার পরে তোলপাড় পরিস্থিতির শুরু হয়েছিল হাসপাতালে পরিকাঠামো ও নিরাপত্তা ব্যবস্থা প্রশ্ন নিয়ে। ঘটনার তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ দেখে কোতোয়ালি থানার পুলিশ ৬ ঘণ্টার মধ্যেই শিশুটিকে উদ্ধার করেছিল মেদিনীপুর শহরের একটি এলাকা থেকে।
গ্রেফতার করা হয়েছিল সুলতানা বিবি নামে এক প্রৌঢ়াকে। শিশুটিকে তার মায়ের কোলে ফিরিয়ে দিয়েছিল পুলিশ সন্ধ্যেবেলায়। চিকিৎসকরা সমস্ত পরীক্ষা করে দেখেছিলেন শিশুটির সমস্ত ভাবেই সুস্থ ও অক্ষত রয়েছে। এরপর দুদিন পর্যবেক্ষণে রেখে মঙ্গলবার দুপুরে বাড়ি যাওয়ার নির্দেশ দেন চিকিৎসকরা।
আরও পড়ুনঃ আলিপুরদুয়ারে পুরসভার ভোট প্রচারে সোশ্যাল মিডিয়ার ব্যবহার কংগ্রেসের
তবে তার আগে কোতোয়ালি থানার পুলিশ এসে রিলিজ অর্ডার দিতে হাসিমুখে বাড়ি ফিরতে পারলেন সকলেই। ঘটনায় স্বস্তি হাসপাতালে কর্মী ও আধিকারিকদের।
তবে এই অন্তর্ধান রহস্য হাসপাতালে একাধিক বিষয়কে তৎপর হতে সাহায্য করেছে। পুরনো নিরাপত্তা কর্মীদের পাশাপাশি অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে সমস্ত ওয়ার্ডে। একই সাথে সিসিটিভি নজরদারিতে ও নার্সদের কাজ নিয়ে সতর্ক হতে নির্দেশ দিয়েছে হাসপাতাল সুপার ও আধিকারিকরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584