নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
মেদিনীপুর জি এস এফ পি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম বর্ষের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ‘শরৎ বন্দনা,অনুষ্ঠিত হল মেদিনীপুরের শহীদ স্মৃতি সদনে।এই অনুষ্ঠানের উদ্বোধন করেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা।
উপস্থিত ছিলেন জেলা পরিষদের বিদায়ী শিক্ষা কর্মাধক্ষ শ্যামপদ পাত্র,এস আই এস প্রকাশ সরকার,এ আই এস সৌমেন ঘোষ,এ আই এস ভরত রায়,কলিজিয়েট স্কুলের প্রধান শিক্ষিকা হিমানী পড়্যা,বাচিক শিল্পী রত্না দে সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।স্বাগত ভাষণ দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক পার্থপ্রতিম মন্ডল।আবৃত্তি,নৃত্য,সংগীত নৃত্যনাট্যের মধ্যে দিয়ে হৃদয়গ্রাহী সাংস্কৃতিক অনুষ্ঠান উপহার দেয় বিদ্যালয়ের কচিকাঁচারা।আঙ্গিকম্ নৃত্য প্রশিক্ষণ সংস্থার অধ্যক্ষা শাশ্বতী শাসমলের প্রশিক্ষণে এবং বিদ্যালয়ের শিক্ষিকা ক্ষমা ভট্টাচার্য্য, সমাহিতা ব্যানার্জীদের সহযোগিতায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে ছোটরা।
এদিনের অনুষ্ঠানে বিশেষ আকর্ষণীয় বিষয় ছিল “সেভ ড্রাইভ সেভ লাইফ ” এবং “একতাই সম্প্রীতি”র উপর আধারিত বিশেষ নৃত্যনাট্য।গোটা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষিকা সহেলী রাহা ভৌমিক ও পম্পা পাল। অনুষ্ঠানটি সুষ্ঠ ভাবে সম্পন্ন হওয়ায় অভিভাবক-অভিভাবিকাসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন ও ধন্যবাদ জানান প্রধান শিক্ষক পার্থপ্রতিম মন্ডল।
আরও পড়ুনঃ বৈষ্ণব রাজ্যে লাল দূর্গা সহ বিভিন্ন ইতিহাস
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584