সুদীপ পাল, বর্ধমানঃ
নিজের হাতে করে বন্ধুকে কাজে ঢুকিয়ে ছিল। কিন্তু কয়েক দিন যেতে না যেতেই বন্ধুর পদোন্নতি হয়। তা সহ্য করতে না পেরেই মাথায় ভারি বস্তু দিয়ে আঘাত করে বন্ধুকে খুন করল এক যুবক। খুনের পর নিজেই পুলিশের কাছে গিয়ে আত্মসমর্পণ করেছে অভিযুক্ত। মৃত ব্যক্তির নাম টুটুল মন্ডল (২২)।
বীরভূমের সাঁইথিয়া থানা এলাকার বাসিন্দা। অভিযুক্ত যুবক সমবয়সী বিকাশ গড়া একই গ্রামের বাসিন্দা। শহরের আলমগঞ্জের একটি রাইস মিলের কর্মী আবাসনে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে।
জানা যায় মাস কয়েক আগে বিকাশ তার বন্ধুকে নিয়ে আসে কাজের জম্য। বিকাশ শ্রমিক হিসেবে কাজ করলেও টুটুল উচ্চমাধ্যমিক পাশ হওয়ায় তাকে অফিসের কাজ দেওয়া হয়।
তারপর থেকেই দুই বন্ধুর মন কষাকষি শুরু হয়। টুটুলের বাবা প্রভাত মন্ডল অভিযোগ করেন, দিন পনেরো আগে গ্রামের বাড়িতে গিয়ে তার ছেলেকে কাজ করতে না যাওয়ার হুমকি দিয়েছিল বিকাশ। কিন্তু টুটুল তাতে কান দেয়নি। তাই এই দুর্ঘটনা ঘটলো।
আরও পড়ুনঃ দেবী বিসর্জনের আগেই নাবালিকাকে ধর্ষণ করে হত্যা
প্রভাতবাবু বলেন, বন্ধু ঠান্ডা ঘরে বসে আরাম এ কাজ করবে এটা মেনে নিতে পারেনি বিকাশ। তাই যত দিন গেছে ততই ঈর্ষা এবং রেষারেষি বেড়েছে। বিকাশ এবং টুটুল অন্যান্য কর্মীদের সঙ্গে পাশাপাশি দুটি মেসে থাকত। গলার নলি কাটা, মাথায় চোট, পাশে পড়ে রয়েছে রক্তমাখা ছুরি এমনই চিত্র উঠে আসছে বিকাশের ঘর থেকে।
পূর্ব বর্ধমানের অতিরিক্ত পুলিশ সুপার প্রিয়ব্রত রায় বলেন, বিকাশের দাবি, ঈর্ষার থেকে এই কাণ্ড ঘটিয়েছে। পরে অনুতপ্ত হয়ে থানায় আত্মসমর্পণ করেছে। গোটা ঘটনা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584