পণের প্রতিবাদ করায় জামাইবাবুর আক্রমণে নিহত শ্যালক

0
68

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

Killed brother in law due to dowry
নিহত শ্যালকের পরিচয়পত্রের আলোকচিত্র।নিজস্ব চিত্র

অতিরিক্ত পণের দাবির প্রতিবাদ করায় জামাই ও তার পরিবারের হাতে খুন শ্যালক বলে অভিযোগ।মৃত সেখ সাদ্দাম ( ২৭) পূর্ব মেদিনীপুরের মহিষাদল থানার গেঁওখালীর শুকলালপুরের বাসিন্দা।

Killed brother in law due to dowry
নিহত সাদ্দামের দাদা।নিজস্ব চিত্র

স্থানীয় সূত্রে জানা যায়,বছর দশেক আগে স্থানীয় সেখ জিয়াদ আলির মেয়ের সাথে অভিযুক্ত মুর্তজা প্রেম করে বিয়ে করে।তাদের পাঁচ ও দেড় বছরের দুটি ছেলে রয়েছে।

Killed brother in law due to dowry
অভিযুক্ত জামাইয়ের পরিচয় পত্রের আলোকচিত্র।নিজস্ব চিত্র

অভিযোগ,জামাই মুর্তজা বারবার ধরে পণের জন্য চাপ দিতে থাকে স্ত্রী রাহানা বিবিকে।বাড়ি তৈরি করার জন্য এক লক্ষ টাকা দিয়েছিল।তারপর পারিবারিক অশান্তি ও অতিরিক্ত পণের জন্য পারিবারিক অশান্তি সৃষ্টি হয়।তার প্রতিবাদ করেছিল সেখ সাদ্দাম।আর সেই কারনেই জামাইবাবুর পরিবারের হাতে ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত হয়ে মসজিদের কাছে পড়ে থাকে। স্থানীয়রা উদ্ধার করে মহিষাদল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষনা করে।

Killed brother in law due to dowry
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ বাড়ি থেকে উদ্ধার গৃহকর্তার দেহ,স্ত্রী-সন্তানকে জিজ্ঞাসাবাদ

Killed brother in law due to dowry
নিজস্ব চিত্র

ঘটনার মুল অভিযুক্ত মুর্তজাকে পুলিশ গ্রেপ্তার করেছে।অপর তিন অভিযুক্ত পলাতক।উত্তেজিত জনতা অভিযুক্তের বাড়ি ভাঙ্গচুর চালায়।এলাকায় উত্তেজনা রয়েছে।এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশবাহিনী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here