বিশ্বজিৎ সরকার,দার্জিলিংঃ
শনিবার সকালে ফুলবাড়ির ক্যানেলে খুন হওয়া পিন্টু ভৌমিকের মৃতদেহ উদ্ধারে নামানো হল ডুবুরি।এলাকায় রয়েছে পুলিশের উচ্চপদস্থ কর্তারা।
প্রসঙ্গত,কয়েক বছর আগে পিন্টু ভৌমিকের সঙ্গে বিয়ে হয় সুমনা ভৌমিকের।পেশায় ব্যবসায়ী।পিন্টুর পরিচিত মলিন সিং।পিন্টুর মাধ্যমেই সুমনার সঙ্গে আলাপ হয় মলিনের।গড়ে ওঠে সম্পর্ক।
সুমনা মলিনের বিবাহ বহির্ভূত সম্পর্ক আঁচ করে পিন্টু বাড়িতে কয়েকদিন আগে সিসিটিভি নজরদারির ব্যবস্থা করে।এক রাতে সুমনা ও মলিনকে ঘনিষ্ঠ অবস্থায় দেখেও ফেলে সে।
সেই রাতে পিন্টুর সঙ্গে সুমনার বচসা হয়।এরপর পিন্টুকে খুন করে সুমনা ও মলিন।খুনের পর ফুলবাড়ি ক্যানেলে মৃতদেহ ফেলে দিয়ে সুমনা নিজেই ৬ তারিখে নিখোঁজ ডায়েরি করে।সুমনা বাড়ির লোকজনকেও জানায় পিন্টুল নিখোঁজের কথা।
যদিও একথা বিশ্বাস করতে চায়নি পিন্টুর পরিবারের লোকজন। তারা পৃথক একটি অভিযোগ দায়ের করে।এর পরেই সমগ্র ঘটনার তদন্তে নামে মাটিগাড়া থানার পুলিশ। এবং পুলিশ সুমনাকে জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসে আসল তথ্য।নাম মেলে মলিন সিং।এরপরেই দুজনকে গ্রেফতার করে পুলিশ।
জিজ্ঞাসাবাদে খুনের কথা স্বীকার করে নেয় দু’জনে। যদিও পিন্টুর মৃতদেহের খোঁজ পায়নি পুলিশ।ধৃতদের শুক্রবার আদালতে তোলা হলে দুজনকেই সাতদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
আরও পড়ুনঃ পণের দাবীতে লোহার রড দিয়ে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ
এরপর এদিন ধৃত দুইজনকে নিয়ে গিয়ে মৃতদেহ ফেলার যাওয়া সনাক্ত করে।মৃতদেহ খোঁজার জন্য নামানো হয় ডুবুরি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584