নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
ফের ডাইনি সন্দেহে কুপিয়ে খুন। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার তাঁতিচুয়া গ্রামে।
পুলিশ সূত্রে জানা যায়, ষাটোর্ধ্ব বৃদ্ধাকে ডাইনি সন্দেহে কুপিয়ে খুন করে কয়েকজন গ্রামবাসী। মৃতার নাম সরলা মান্ডি।
জানা গিয়েছে, গতকাল রাতে বৃদ্ধা একা থাকার সুযোগ নিয়ে কয়েকজন মিলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে বৃদ্ধাকে। সকালে বৃদ্ধার বাড়ি থেকে উদ্ধার হয় তার দেহ। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যেই হপন মান্ডি নামে এক যুবককে আটক করেছে গড়বেতা থানার পুলিশ।
মৃত বৃদ্ধার ছেলে কালিপদ মন্ডির, অভিযোগ গত এক বছর আগে অভিযুক্তর ছেলে সাপের কামড়ে মৃত্যু হয়, এরপর গুনিন বাজি করে আমার মাকে ডাইনি বলে দোষী সাব্যস্ত করে ।এরপর এই ঘটনায় বেশ কয়েকবার এলাকার মোড়লরা সালিশি সভার মাধ্যমে গোটা ঘটনা মেটানোর চেষ্টা করে। তারপরেও অভিযুক্ত স্বপন মান্ডির ও তার পরিবারের মনে রাগ থেকেই থাকে। এরপর শুক্রবার সন্ধ্যে নাগাদ বাড়িতে কেউ না থাকায় একা বাড়িতে মাকে পেয়ে মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। এর ফলেই মৃত্যু হয় মায়ের।
অন্যদিকে গ্রামবাসী রুপাই মান্ডি বক্তব্য, গত এক বছর আগেই সালিশি সভার মাধ্যমে এই ঘটনা মিটমাট করে দেয়া হয়েছিল। যদিও রুপাই মন্ডির বক্তব্য কোথাও ডাইনি বলে কিছু নেই কিন্তু আদিবাসী সম্প্রদায়ের মধ্যে ডাইনি বলে যে কিছু আছে তা মানা হয়।
অন্যদিকে চন্দ্রকোনা রোড বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক কানাইলাল সিং জানান গতকাল তাঁতিচুয়া গ্রামে যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত নিন্দনীয় আমরা ইতিমধ্যেই ওখানে সচেতনতামূলক একটি ক্যাম্প করা হবে প্রশাসনকে নিয়ে।
আরও পড়ুনঃ অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
অন্যদিকে গড়বেতা তিন নম্বর ব্লকের বিডিও অভিজিৎ চৌধুরী জানান এই ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এখনো বেশ কিছু এলাকায় সচেতনতার অভাব রয়েছে, ইতিমধ্যেই জেলাশাসকের সুপারিশে বিভিন্ন এলাকায় স্কুলগুলিতে একটি করে পাঠাগারের ব্যবস্থা করা হয়েছে। এর ফলে পড়াশোনার পাশাপাশি বিজ্ঞানের মূলক সচেতনতাবোধ যাতে সাধারণ মানুষের মধ্যে ফুটে ওঠে। এছাড়াও ওই এলাকায় ক্যাম্পের মাধ্যমে এলাকার মানুষকে বিজ্ঞানমুখী হিসাবে সচেতনতা জানানো হবে।
তবে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584