এবার অভিযুক্তের কাঠগড়ায় বিগ বি

0
167

ওয়েবডেস্ক,নিউজফ্রন্টঃ

খুব শীঘ্রই অমিতাভ বচ্চন এর ইমেজ টা নষ্ট হয়ে যাবে সামনে আসবে তার আসল রূপ সম্প্রতি এমনি এক কথা অমিতাভের সম্পর্কে বললেন বলিউডের বিখ্যাত হেয়ার স্টাইলার স্বপ্না ভাবনানি ইন্ডাস্ট্রিতে অলোক নাথ,নানা পাঠেকর ও হৃত্বিক রোশন দের মতো ব‍্যক্তিত্বের নামের পর  এবার  স্বয়ং “বিগ বি” অমিতাভ বচ্চন এর বিরুদ্ধে উঠলো অভিযোগ।

ছবিঃ প্রতিবেদক

সম্প্রতি বলিউড ঘনিষ্ঠ হেয়ারস্টাইলিস্ট স্বপ্না ভাবনানি অভিযোগ তুললো তাঁর বিরুদ্ধে।নিজের জন্মদিনের দিন এই চলতি বিতর্ক কে সমর্থন করে একটি পোস্ট করতে দেখা গেছিলো বলিউড শাহেনশাহ কে। তা রিটুইট করার সাথে সাথে চাঞ্চল্য ছড়াল। একটি পোস্ট করতে দেখা গেল স্বপ্নাকে।সেখানে তিনি লিখেছেন যেমন পিংক ছবি মুক্তি পাওয়ার সাথে সাথে মুছে গেছে মানুষের স্মৃতি থেকে তেমনই আপনার ইমেজ টাও মুছে যাবে।আর তখন আপনার আঙুল কামড়ানো ছাড়া আর কোনও উপায় থাকবে না।”স্বাভাবিক ভাবেই তার এমন পোস্ট কম্পন সৃষ্টি করেছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে।এরপর নেটিজেনের অনেকের রোষের মুখে পড়েছেন স্বপ্না।

আরও পড়ুনঃ চা বাগান শ্রমিকদের নিয়ে আলোচনা সভা

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here