নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
উত্তর কোরিয়ার রাষ্ট্রনায়ক কিম জং-উন গভীর কোমায়, তাঁর অনুপস্থিতিতে দেশের দায়িত্বভার নিচ্ছেন তাঁর বোন কিম ইয়ো জং। বেশ কিছুদিন যাবত উত্তর কোরিয়ার রাষ্ট্রনায়ক কিম জং-উনকে প্রকাশ্যে দেখা যাচ্ছিল না, তাঁর অসুস্থতার সংবাদ ঘুরছিল সংবাদমাধ্যমে, এমনকি এক সময় তাঁর মৃত্যুর খবরও ছড়িয়ে পড়ে।

তবে এখন জানা যাচ্ছে কিম জং উন গভীর কোমায় আছেন তাই তাঁর অনুপস্থিতিতে দায়িত্বভার নিচ্ছেন তাঁর বোন কিম ইয়ো জং। উত্তর কোরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট কিম ডায়ে জুং এর ঘনিষ্ঠ মহল এই তথ্য প্রকাশ করেছে বলে দাবী একাধিক সংবাদমাধ্যমের।
আরও পড়ুনঃ ফিলিপাইনে জোড়া বিস্ফোরণ! ক্ষতিগ্রস্থ বাজার গির্জা, নিহত ৯ আহত ১৭
জানা যাচ্ছে দক্ষিণ কোরিয়ার প্রাক্তন প্রেসিডেন্টের ঘনিষ্ঠ চ্যাং সং মিন জানিয়েছেন, কিম গভীর কোমায় আছেন তবে তিনি জীবিত আছেন তাই সম্পূর্ণ উত্তরাধিকার কিম ইয়ো জং এর হাতে তুলে দেওয়া হচ্ছে না তবে দীর্ঘদিন শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ পদ খালি রাখা সম্ভব নয় তাই কিছু দায়ভার কিম ইয়ো জং কে দেওয়া হচ্ছে। কিম ইয়ো জং ‘ ডি ফ্যাকটো সেকেন্ড কম্যান্ড’ হিসেবে আপাতত কাজ করবেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584