লকডাউনে বিয়ে, মাস্ক পড়েই সম্পূর্ণ হলো মালাবদল থেকে সিঁদুর দান

0
100

শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ

লকডাউনের জেরে স্থানীয়দের চেষ্টায় বিয়ে পন্ড হতে হতে রক্ষা পেল এক নব দম্পতি। তাদের উদ্যোগেই সোশ্যাল ডিস্টান্স মেনে মুখে মাস্ক পরে স্থানীয় মন্দিরে মাত্র পাঁচজন নিকট আত্মীয়ের উপস্থিতিতে শুভ পরিনয়ে আবদ্ধ হলেন এই নবদম্পতি। না উলু না শংখধ্বনি। শুধু মাত্র কালি মায়ের সামনে পুরোহিতের বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে সিঁদুরদান পর্ব সেরেই তাদের বহু আকাঙ্ক্ষিত পরিনয়ে আবদ্ধ হলেন তারা। আজ দুপুরে ঘটনাটি ঘটেছে দক্ষিন দিনাজপুর জেলার বালুরঘাট শহরের ব্রিজকালি এলাকায় ব্রিজকালি মন্দিরে।

Wedding | newsfront.co
নিজস্ব চিত্র

স্থানীয় সূত্রে জানা গেছে বালুরঘাট শহরের নামাবংগী এলাকার স্থানীয় বাসিন্দা বিশ্বনাথ দাসের সাথে হিলি থানার তিওড় এলাকার সিরাইল গ্রামের বাসিন্দা শিল্পি সিং এর বিয়ে প্রায় চার মাস আগে পারিবারিকগত ভাবে সম্বন্ধ করে ঠিক হয়েছিল। সেইমত শিল্পি ও বিশ্বনাথ দুই পরিবারের তরফে নিজেদের বিয়ে বাবদ জমানো স্বপ্ল সঞ্চয় দিয়ে বিয়ের কেনাকেটা থেকে যাবতীয় প্রস্তুতি শেষ করে নেয় তারা।

আরও পড়ুনঃ সংক্রমণ রুখতে ১৯ নং ওয়ার্ডকে স্যানিটাইজ করলো পুরসভা

কিন্তু এরপরেই করোনা হানা দেয় দেশে। আর তার জেরেই শুরু হয় দেশ জুড়ে লকডাউন। যদিও তা প্রথম পর্যায়ে ২১ দিন থাকলেও তাতে দুই পরিবারের বিয়ে নিয়ে কোন অসুবিধে হতো না। কিন্তু বাধ সাধলো দ্বিতীয় দফার লকডাউনে, কেন্দ্রীয় সরকার ২১ দিন লকডাউনের সময়সীমা বাড়িয়ে মে মাসের ৩ তারিখ অব্দি করে দেওয়ায় তাদের বিয়ে নিয়ে সমস্যার সম্মুখিন হতে হয়।

আর তারপরেই দুই পরিবারের তরফে বিয়ে নিয়ে মানসিক টানপোড়েন শুরু হয়ে যায়। বিয়ে নিয়ে দুই পরিবার নিজেদের সঞ্চয়ের সবটাই ব্যয় করে শেষমুহুর্তে এসে দিশেহারা হয়ে পড়ে। আর এরপরেই তাদের এই সমস্যার কথা জানতে পেরে স্থানীয় ব্রিজকালি মন্দির এলাকার সমাজবন্ধু কয়েকজন এগিয়ে আসেন তাদের বিয়ের এই সমস্যা থেকে উদ্ধার করতে।

আর এরপরেই আজ দুই পরিবারকে বালুরঘাট শহরের ব্রিজকালি মন্দিরে ডেকে নেন তারা। সেখানে দুই পরিবারের দুজন করে লোকজন উপস্থিত থেকে পুরহিতের বিয়ের বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে মা কালির মূর্তির সামনে বিশ্বনাথ দাস তার হবু স্ত্রী শিল্পির মাথায় সিঁদুর দান করে নিজেদের শুভপরিনয়ে আবদ্ধ হন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here