মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ
বর্তমানে পৃথিবীর একমাত্র কঠিন রোগের নাম করোনা। গোটা বিশ্বে এখনও পর্যন্ত লক্ষ্যাধিক মানুষ এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ভারতেও থাবা বসিয়েছে কোভিড ১৯। ভারতে ক্রমশ বাড়ছে আক্রান্তের সংখ্যা। বাড়ছে মৃতের সংখ্যাও। করোনা ভাইরাসের হাত থেকে মানুষকে বাঁচাতে দেশজুড়ে ২১দিনের লকডাউন জারি করেছে কেন্দ্রীয় সরকার।
দেশের এই সংকটজনক পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন শিল্পমহলের একাংশ। অক্ষয় কুমার, সলমন খান থেকে শুরু করে কার্তিক আরিয়ানের মত বলিউড অভিনেতারা মানুষের সাহায্যার্থে এগিয়ে এসেছেন। কিন্তু ভারতের এরকম এক কঠিন সময়ে কোথায় গেলেন বলিউড বাদশা? এখন চুপ কেন রাজা? বেশকিছু দিন ধরেই জনপ্রিয় বলিউড অভিনেতা শাহরুখ খানের সম্পর্কে এইধরনের সমালোচনা করছিলেন নেটিজেনরা। অবশেষে মুখ খুললেন কিং খান।
Whilst we stay safe at home,many r working for our safety & fending for themselves. Here's our little contribution to ensure their health & well being! Separate but together,we will overcome! @iamsrk @PMOIndia @narendramodi @OfficeofUT @AUThackeray @MamataOfficial @ArvindKejriwal pic.twitter.com/7MI2KT7770
— Red Chillies Entertainment (@RedChilliesEnt) April 2, 2020
সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে করোনার ত্রাণ তহবিলে অর্থ দান করলেন তিনি। শাহরুখ সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, “রেড চিলিস এন্টারটেইনমেন্ট, নাইট রাইডার্স, মীর ফাউন্ডেশন আর রেড চিলি ভিএফএক্স-এর সম্মিলিত উদ্যোগে এই অর্থদানের সিদ্ধান্ত।” শুধুমাত্র একটা নয় লকডাউন চলাকালীন দুঃস্থদের পাশে দাঁড়াতে বেশ কয়েকটা কর্মসূচী পালন করার কথা বলেন তিনি।
In these times it’s imp to make everyone around u working tirelessly for u.. not related to u.. perhaps even unknown to u… to feel they are not alone and by themselves. Let’s just make sure we all do our little bit to look after each other. India and all Indians are One Family. https://t.co/LWz4wQGaPe
— Shah Rukh Khan (@iamsrk) April 2, 2020
কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ-গৌরী, জুহি চাওলা ও জয় মেহতা মিলে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে অর্থ সাহায্য করবেন। প্রাথমিক ভাবে দিল্লি, কলকাতা, মুম্বই এই তিন শহরকে ফোকাস করছেন তারা। সোশ্যাল মিডিয়ায় শাহরুখ লেখেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরীবাল এবং অন্যান্য রাজ্যের নেতারা যে ভাবে করোনার মতো মারণ ভাইরাসের মোকাবিলা করছে তা সত্যিই প্রশংসনীয়।” করোনা প্রতিরোধে প্রয়োজনীয় কিট, মাস্ক বিতরণের কাজ ইতিমধ্যেই শুরু করেছে শাহরুখের সংস্থা।
আরও পড়ুনঃ সোশ্যাল মিডিয়ায় হিট স্বল্প বসনা ঝুমা বউদির নাচ
কোথায় কত টাকা দেওয়া হয়েছে, দেশ জুড়ে কোথায় কী ভাবে কাজ করবে শাহরুখের সংস্থা? সেই বিষয়টি সোজাসুজি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শাহরুখ। দেশের সংকটে মানুষের পাশে দাঁড়াতে কি কি করছেন বলিউড বাদশা? দেখে নিন এক ঝলকে-
১) আইপিএল টিম কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান, তাঁর স্ত্রী গৌরী, জুহি চাওলা ও তাঁর স্বামী জয় মেহতা মিলে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ সাহায্য করবে।
২) শাহরুখ ও গৌরীর সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রীর জরুরিকালীন ত্রাণতহবিলে অর্থ সাহায্য করবে।
৩) শাহরুখের মীর ফাউন্ডেশন ও কেকেআর পশ্চিমবঙ্গ ও মহারাষ্ট্র সরকারের সঙ্গে মিলিতভাবে স্বাস্থ্যকর্মীদের জন্য প্রয়োজনীয় ৫০ হাজার পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট বা পিপিই দেবে।
৪) শাহরুখের মীর ফাউন্ডেশন, দ্যা আর্থ ফাউন্ডেশনের সঙ্গে মিলিতভাবে অন্তত ১ মাসের জন্য মুম্বইয়ের সাড়ে ৫ হাজারেরও বেশি পরিবারকে খাদ্য সামগ্রী দেবে। পাশাপাশি প্রতিদিনের তৈরি টাটকা খাবার প্যাকেটবন্দি হয়ে চলে যাবে সাহায্যপ্রার্থী পরিবার ও হাসপাতালগুলিতে।
৫) রোটি ফাউন্ডেশনের সঙ্গে মিলিতভাবে শাহরুখের মীর ফাউন্ডেশন করোনার প্রকোপে আর্থিকভাবে অসহায়, মানুষ ও মজুরদের সাহায্য করবে। ৩ লক্ষ খাবারের প্যাকেটের ব্যবস্থা করবে তারা যার সাহায্যে ১০ হাজার মানুষ একমাসের খাবার পাবে।
৬) ওয়ার্কিং পিপলস চার্টারের সঙ্গে হাত মিলিয়ে শাহরুখের মীর ফাউন্ডেশন দিল্লির প্রায় ২,৫০০ মজুরকে ১ মাসের জন্য মুদিখানা সহ প্রয়োজনীয় সমস্ত জিনিস ও রেশন দেবে।
৭) পশ্চিমবঙ্গ, দিল্লি, উত্তরপ্রদেশ, বিহার ও উত্তরাখণ্ডের ১০০-রও বেশি অ্যাসিড আক্রান্তের পরিবারকে মীর ফাউন্ডেশনের তরফে ১ মাসের জন্য প্রয়োজনীয় সমস্ত সাহায্য করা হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584