বীরভূমে এবার বসতে চলেছে করোনা পরীক্ষার কিয়স্ক মেশিন

0
47

পিয়ালী দাস, বীরভূমঃ

বীরভূমে এবার বসতে চলেছে বিনামূল্যে করোনা পরীক্ষার জন্য কিয়স্ক মেশিন। রাজ্য সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। পাশাপাশি মানুষ যাতে ঠিকভাবে রেশন সামগ্রী পেতে পারেন, সেই উদ্যোগ নেওয়া হয়েছে প্রশাসনের তরফে।

Meeting | newsfront.co
নিজস্ব চিত্র

রাজ্য সরকার ইতিমধ্যে ঘোষণা করেছে, ২০২১ সালের জুন মাস পর্যন্ত রাজ্যের মানুষকে বিনামূল্যে রেশন সামগ্রী দেওয়া হবে। সেই বিষয়ে শুক্রবার দুপুরে বীরভূম জেলা পরিষদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক করলেন মেন্টর অভিজিৎ সিংহ । বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক মৌমিতা গোদারা বাসু, পুলিশ সুপার শ্যাম সিং, দুই মুখ্য চিকিৎসক আধিকারিক, বীরভূম জেলা খাদ্য দপ্তর আধিকারিক ও অন্যান্য আধিকারিক।

বৈঠক শেষে অভিজিৎ সিংহ জানান, বীরভূমে সমস্ত মানুষ যাতে ঠিকভাবে বিনামূল্যে রেশন থেকে খাদ্যদ্রব্য পেতে পারেন, তার জন্য সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সরকারি সুবিধা থেকে একটিও মানুষ বঞ্চিত হবেন না।’

আরও পড়ুনঃ বিভিন্ন দাবিতে বহরমপুরে স্বাস্থ্যকর্মীদের বিক্ষোভ

পাশাপাশি বীরভূম জেলার সমস্ত মানুষের বিনামূল্যে করোনা পরীক্ষার জন্য শহরের বিভিন্ন জায়গায় কিয়ক্স মেশিন বসানো হবে। বীরভূম জেলায় চাষের মানোন্নয়নের জন্য ইতিমধ্যে রাজ্য সরকার সাত কোটি টাকা বরাদ্দ করেছে। হটিকালচার দফতর থেকে গাছের চারা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির মাধ্যমে তা মানুষের কাছে বিলি করা হবে।

আরও পড়ুনঃ আমপানে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রাণ তুলে দিলেন জেলাশাসক

বীরভূম জেলা পরিষদের সম্পত্তির খতিয়ান তৈরি করার জন্য অবসরপ্রাপ্ত এক উচ্চপদস্থ আধিকারিকের নেতৃত্বে চার সদস্যের একটি দল তৈরি করা হয়েছে। সেই দল বীরভূম জেলা জুড়ে জেলা পরিষদের সমস্ত সম্পত্তি খুঁজে বের করবে। এর মূল উদ্দেশ্য হল জেলা পরিষদের আয়ের পথ সুগম করা এবং তার মধ্য দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here