‘দলের নির্দেশ মেনেই যাবতীয় কাজ করব’, তৃণমূলে যোগদানের পর বললেন কীর্তি আজাদ

0
58

শরীয়তুল্লাহ সোহন, ওয়েব ডেস্কঃ

সব কিছুই আগেই থেকে প্রস্তুত ছিল। যোগদানের পূর্বেই ঘোষিত ছিল দিনক্ষণ। অবশেষে যাবতীয় প্রতীক্ষার অবসান ঘটিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন ভারতের প্রখ্যাত প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ।

Kirti Azad to join TMC

বর্তমানে তৃণমূল দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় চারদিনের দিল্লি সফরে আছেন। আজ দিল্লির সাউথ অ্যাভিনিউতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেকের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করলেন। তারপরে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের দলীয় পতাকা হাতে নিয়ে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করলেন। যোগদানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন, “এখন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কাজ করবো। দল যে নির্দেশ বা দায়িত্ব দেবে সেই মোতাবেক কাজ করবো। তবে সবকিছুর উপরে দেশের অখন্ডতা রক্ষা করা আমাদের দায়িত্ব।”

প্রসঙ্গত কীর্তি আজাদ ১৯৮৩ সালে কপিল দেবের নেতৃত্বে বিশ্বকাপ জয়ী দলের একজন সদস্য ছিলেন। ১৯৮৬ সালে ক্রিকেটকে আলবিদা জানিয়ে বাবাকে অনুসরণ করে রাজনীতির ময়দানে নেমে পড়েন তিনি। তাঁর পিতার মতো তিনিই বিজেপি দলের হয়ে রাজনৈতিক কেরিয়ার শুরু করেন।

আরও পড়ুনঃ তৃণমূলে যোগ প্রাক্তন জেডিইউ নেতা পবন বর্মার, মমতার সঙ্গে সাক্ষাৎ জাভেদ আখতার ও সুধীন্দ্র কুলকার্নির

বিশেষভাবে উল্লেখ্য, তার বাবা বিহারের একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী। নাম ছিল ভগবৎ ঝা আজাদ। তিনিও বিজেপির টিকিটে বিহারের দ্বারভাঙ্গা থেকে দুবার সাংসদ নির্বাচিত হয়েছিলেন। ২০১৫ সালে দল বিরোধী কর্মকাণ্ডের অভিযোগ এনে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। তারপরে তিনি ২০১৯ সালে ফ্রেব্রুয়ারি মাসে লোকসভা নির্বাচনের আগে জাতীয় কংগ্রেসে যোগদান করেন। অবশেষে জাতীয় কংগ্রেসে দুবছর কাটিয়ে আজ আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন।

আরও পড়ুনঃ নতুন প্রজন্মকে জায়গা ছেড়ে পদ থেকে সরে যাওয়ার ইচ্ছা প্রকাশ বিমান বসুর

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here