সেতুর কাজ পরিদর্শনে মথুরাপুরে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী

0
68

হরষিত সিংহ,মালদহঃ

দুইদিনের মালদহ জেলা সফরে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। বৃহস্পতিবার সকালে তিনি পরিদর্শনে যান মানিকচক থানার মথুরাপুর এলাকায়। সেখানে প্রায় ১৫০ কোটি টাকা বরাদ্দে দুই কিলোমিটার দৈর্ঘ্যের ফুলহার নদীর উপর সেতুর কাজ শুরু হয়েছে। স্বাধীনতার পর থেকে বঞ্চিত ছিল ভুতনি দ্বীপের মানুষ।

ছবিঃঅভিষেক দাস

দীর্ঘদিনের চাহিদার পর গত কয়েক বছর ধরে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের উদ্যোগে এই সেতুর কাজ শুরু হয়েছে। রাজ্য সরকারের দায়িত্ব নেওয়ারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় ভূতনিবাসীর সুবিধার্থে এই সেতুর কাজ শুরু হয়। মানিকচক থানার শংকরটোলা ঘাট থেকে ভূতনি পর্যন্ত এই সেতুর পিলারের কাজ প্রায় শেষ। ভূতনি এলাকায় তিনটি গ্রাম পঞ্চায়েতে প্রায় লক্ষাধিক মানুষ বাস করেন। যাতায়াতের যোগাযোগ বলতে একমাত্র নৌকা। দীর্ঘদিনের তাদের স্বপ্ন পূরণ হতে চলেছে খুব শিগগিরই। রবীন্দ্রনাথ ঘোষ জানিয়েছেন, আগামী মার্চ মাসের মধ্যেই এই সেতুর কাজ শেষ হবে। পূর্বে যে অর্থ বরাদ্দ হয়েছিল তার থেকে আরো অর্থ বাড়ানো হয়েছে। সেতু উদ্বোধন হলে ভূতনির মানুষ বাড়তি সুবিধা পাবে। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ইতিমধ্যে ভুতনিফাঁড়ি থেকে থানায় রূপান্তর করা হয়। এখন শুধু সেতু উদ্বোধনের অপেক্ষা। তাহলে ভুতনিবাসির স্বপ্ন সার্থক হবে।

সেতুর কাজ পরিদর্শন করছেন রবীন্দ্রনাথ ঘোষ।ছবিঃঅভিষেক দাস

এরপর তিনি ইংরেজবাজার থানার নরহাট্টা এলাকায় পৌঁছান। সেখানেও কালিন্দ্রী নদীর উপর একটি সেতুর শিলান্যাস করেন। প্রায় ১৫ কোটি টাকা বরাদ্দে দীর্ঘদিনের চাহিদা সেই সেতুর কাজ শুরু হবে। ইংরেজবাজার থানার অমৃতি, লক্ষ্মীঘাট, কাগমারি, নরহাট্টা, ফুলবাড়িয়া সহ বেশ কয়েকটি গ্রামের মানুষ সেতু ব্যবহার করে উপকৃত হবেন। বহু ছাত্রছাত্রীও বর্তমানে বর্ষার সময় জীবনের ঝুঁকি নিয়ে নৌকা পারাপার করে স্কুলে পৌঁছায়। সেতু হলে তারাও নিশ্চিন্তে স্কুলে পৌঁছাতে পারবে। এছাড়াও কালিয়াচকসহ বিভিন্ন এলাকায় বিভিন্ন কাজের পরিদর্শনে যান। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বৃহস্পতিবার বিকেলে প্রশাসনিক কর্তাদের সাথে প্রশাসনিক ভবনে একটি বৈঠক করেন। কোথায় কিভাবে কাজ হচ্ছে এবং কোন কাজ গুলি আটকে রয়েছে তাও খোঁজ নেন তিনি। শুক্রবার হবিবপুর এলাকাতেও তার কিছু কর্মসূচি রয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here