সুদীপ পাল,বর্ধমানঃ
‘আমাদের গলা কাটছে’ এমনটাই অভিযোগ করছেন গলসি ১ এর কৃষকরা।অভিযোগ বিক্ষোভে পরিনত হল। জলীয় বাষ্প মাপার যন্ত্র খারাপ থাকায় বেশি পরিমাণ ধান বাদ দেওয়ার অভিযোগে ব্লকের কিষাণ মান্ডিতে বিক্ষোভ দেখালেন চাষিরা।চাষিদের অভিযোগ, কিষাণ মান্ডিতে বস্তায় ৬০ কেজি ধান নিয়ে গেলেও সেখান থেকে ৪৫-৫০ কেজি ধানের দাম দেওয়া হচ্ছে। গলসি-১ ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি জাকির হোসেন, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি অনুপ চট্টোপাধ্যায় কিষাণ মান্ডিতে আসেন। চাষিরা বলছেন, ধানে ১৬ শতাংশ জলীয় বাষ্প থাকার কথা সরকার স্বীকৃত।অথচ কিষাণ মান্ডিতে ২৪-২৫ শতাংশ জলীয় বাষ্প রয়েছে বলে ধান বাদ দিয়ে দেওয়া হচ্ছে। কৃষকেরা অভিযোগ করছেন,কয়েকটি রাইস মিলের সাথে যুক্ত।
চাষিদের অভিযোগের সত্যতা স্বীকার করে ব্লক সভাপতি বলেন, সরকারকে বদনাম করার জন্য কিছু রাইস মিল কর্তৃপক্ষ ও কয়েকজন সরকারি কর্মী যোগসাজশ করে এসব করছেন।বিডিও বিনয় কুমার মণ্ডল বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন।
আরও পড়ুন: মামা বাড়িতে বেড়াতে এসে নালায় ডুবে মৃত্যু ভাই-বোনের
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584