নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
প্রাথমিক পড়ুয়াদের কিশলয় কাপ ফুটবল নজির তৈরি হলো পশ্চিম মেদিনীপুরের মাদপুর চক্রে।কচিকাঁচাদের কলকাকলি আর হটোপুটিতে মেতে উঠলো মহিশা ফুটবল মাঠ।পশ্চিম মেদিনীপুর জেলার মাদপুর চক্রের লছমাপুর ৩নং অঞ্চলের উদ্যোগে অনুষ্ঠিত হলো প্রাথমিক বিদ্যালয় পড়ুয়াদের আন্তঃবিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়গুলির মধ্যে ইন্টারস্কুল ফুটবল বহু জায়গায় হয়।কিন্তু প্রাথমিক পড়ুয়াদের নিয়ে গ্রামাঞ্চলে এই ধরনের ফুটবল এককথায় অভিনব। সর্বোপরি গোটা বাংলায় সরকারী ভাবে প্রাথমিক স্তরে এই ধরণের উদ্যোগ এই প্রথম বলে সংগঠকরা জানিয়েছেন।স্থানীয় মহিশা মাঠে এই প্রতিযোগিতার উদ্বোধন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সহসভাধিপতি অজিত মাইতি,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি নারায়ণ চন্দ্র সাঁতরা। এছাড়াও উপস্থিত ছিলেন মাদপুর চক্রের এস আই প্রবীর সিংহ,খড়্গপুর লোকাল থানার বড়বাবু বিশ্বরঞ্জন বন্দ্যোপাধ্যায়,বিদায়ী গ্রাম পঞ্চায়েত প্রধান তাপসী জানা,পঞ্চায়েত সদস্য তৃষিত মাইতি প্রমুখ।ফুটবল প্রতিযোগিতার নাম রাখা হয়েছিল “কিশলয় কাপ”। এই নামকরণ করেছিলেন ভাটাচক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দেবাশীষ মুখার্জি।যোগ দিয়েয়েছিল লছমাপুর পঞ্চায়েতের অন্তর্ভুক্ত ১৬টি প্রাথমিক বিদ্যালয় ও ৪ টি শিশু শিক্ষা কেন্দ্রের পড়ুয়ারা।গোটা মাঠের চারদিকে ফ্লেক্সে লেখা ছিল স্বামী বিবেকানন্দের সেই বিখ্যাত বাণী”…গীতা পাঠ ছেড়ে ফুটবল খেলো”।
এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় কাজলা প্রাথমিক বিদ্যালয় ও রানার্স হয় বালিহাটি শিশুশিক্ষা কেন্দ্র। প্রতিযোগিতাটিকে সর্বাঙ্গ সুন্দর করে তুলতে চেষ্টা ত্রুটি রাখেননি চক্রের শিক্ষক মহাদেব মন্ডল,আসিকুল রহমান,অমল মন্ডল দেবাশীষ মুখার্জি, সুজাতা কয়াল,শিখা মাইতি সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকাগণ।
আরও পড়ুনঃ দলীয় কর্মীদের দুর্ব্যবহারে দলত্যাগে ইচ্ছুক পঞ্চায়েত সমিতির সদস্যা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584