নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
একটি বাইক চুরির তদন্তে কিষানগঞ্জের পুলিশ ইন্সপেক্টর অশ্বিনী কুমারের নেতৃত্বাধীন পুলিশের একটি টিম আসে গোয়ালপোখরে। পশ্চিমবঙ্গ পুলিশের কয়েকজন আধিকারিককে সঙ্গে নিয়ে যান তল্লাশি করতে। তখনই একদল লোক তাঁদের ঘিরে ধরে। গণপিটুনিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় অশ্বিনী কুমারের।
দলের বাকি সদস্যরা কোনক্রমে পালিয়ে বাঁচেন। রাজ্য পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ উঠেছে এই ঘটনায়।ওই তদন্তকারী দলের এক সদস্য জানিয়েছেন, প্রথমে খুনের অভিযোগ নথিবদ্ধ করতে চায়নি গোয়ালপোখর থানার পুলিশ, শুধুমাত্র অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করতে চায় পুলিশ।
অবশেষে বিহার পুলিশের চাপে পড়ে খুনের মামলা দায়ের করা হয় বলে জানিয়েছেন ওই আধিকারিক। ঘটনায় সন্দেহভাজন হিসেবে এক মহিলা ও তাঁর দুই ছেলেকে গ্রেপ্তার করে পুলিশ। অশ্বিনী কুমারের মৃতদেহ ময়নাতদন্তের পরে বিহারে পাঠানো হয়। খবর দেওয়া হয় তাঁর বাড়িতেও। কিন্তু ছেলের আচমকা মৃত্যু সংবাদ সইতে পারেননি তাঁর মা উর্মিলা দেবী। মারা যান তিনিও। রবিবার পূর্ণিয়ায় মা ও ছেলের একইসঙ্গে শেষকৃত্য সম্পন্ন হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584