রাজ্যবাসীকে বাঁচাতে, মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে অর্থ দান ক্লাবের

0
99

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

মহামারী থেকে রাজ্যবাসীকে বাঁচাতে এবার রাজ্য সরকারের সাথে এগিয়ে এলেন বহু স্বেচ্ছাসেবী সংগঠনরাও। আর তেমনই ছবি দেখা গেল পশ্চিম মেদিনীপুরে।

check distribute | newsfront.co
চেক প্রদান। নিজস্ব চিত্র

শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের করমশোল এলাকার কিশোর সংঘ নামে এক ক্লাব সংগঠনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ত্রাণ তহবিলে, ১০,০০০ টাকা অনুদান দিয়ে সরকারের পাশে দাঁড়ালেন ক্লাবের সদস্যরা।

আরও পড়ুনঃ  লকডাউনের জেরে ব্যাহত যান চলাচল,স্বাস্থ্য কর্মীদের দায়িত্ব নিলেন প্রশান্তবাবু

তবে এ বিষয়ে ক্লাবের এক সদস্য প্রসুন বিশ্বাস জানান, “আমাদের সমাজসেবা মূলক কাজের জন্য বর্তমান রাজ্য সরকারের তহবিল থেকে দেওয়া হয়েছিল পাঁচ লক্ষ টাকা অনুদান। তা থেকেই আমরা আজকের এই অনুদান দিলাম”।

তবে আগামী দিনে যাতে বিভিন্ন সমাজ সেবামূলক সংগঠনগুলিও বর্তমান রাজ্য সরকারের পাশে দাঁড়ায়। সেই বার্তাও দিলেন ক্লাবের সদস্যরা।

এইদিন গড়বেতা তিন নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি আকাশদীপ সিনহা ও শালবনির বিধায়ক শ্রীকান্ত মাহাতোর হাতেই, তুলে দেওয়া হয় এই আর্থিক অনুদানের চেক। আর এতেই যথেষ্ট আপ্লুত ব্লক আধিকারি থেকে এলাকাবাসীরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here