ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
কয়েকদিন আগেই চুমু খেয়ে করোনা সারিয়ে তোলার দাবি করে হইচই ফেলে দিয়েছিলেন মধ্যপ্রদেশের ‘চুম্বন বাবা’। কিন্তু শেষ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েই প্রাণ দিতে হলো তাকে।
মধ্যপ্রদেশের রতলাম জেলার নয়াপুর এলাকায় বাবার ডেরা। সেখানেই তিনি ভক্তদের হাতে চুমু খেয়ে করোনা সারিয়ে দেওয়ার দাবি করে হৈচৈ ফেলে দেন । তার আজগুবি গল্পে বিশ্বাস করে রীতিমত ভিড় জমায় বেশ কিছু ভক্ত।
জানা গেছে মধ্যপ্রদেশের ওই জেলায় এখন পর্যন্ত ৮৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ১৯ জন সরাসরি বাবার সংস্পর্শে এসেছিলেন বলে জানা গেছে।
আরও পড়ুন:করোনাকে জয় করে সফল অস্ত্রপ্রচার বৃদ্ধার
তার মৃত্যুর ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়।রতলামের চিকিৎসক প্রমোদ প্রজাপতি জানান, জুন মাসের ৪ তারিখে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ওই তান্ত্রিকের। তার সংস্পর্শে আসা বেশ কয়েকজন ভক্তের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতির খবর পাওয়া গেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584