সিএসকে ম্যাচেও হার! প্লে অফে যাওয়া অন্ধকারে নাইটদের

0
69

নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ

অন্যবারের চেন্নাই সুপার কিংসের থেকে এবারে তারা কিছুটা দুর্বল ফলে লড়াইটা সহজ ছিল আর এই সহজ লড়াইয়েও হারতে হল কেকেআরকে। মর্যাদার যুদ্ধ জিতে নিল ধোনির সিএসকে। টস জিতে ফিল্ডিং করেন ধোনি।

KKR vs CSK | newsfront.co

ওপেনিং জুটিতে ৫৩ রান যোগ করার পর কর্ণ শর্মার বলে বোল্ড হন গিল তিন নম্বরে নামেন সুনীল নারিন ৭ বলে ৭ রান করে আউট হন নারিন৷ আর মরশুমে প্রথম ম্যাচ খেলতে নামা রিঙ্কু ১১ বলে ১১ রান করে আউট হন। এরপর ক্রিজে আসেন নাইট অধিনায়ক ইয়ন মর্গ্যান।

কিন্তু তিনিও বড় ইনিংস গড়তে পারেননি। ১২ বলে ১৫ রান করেন তিনি। তবে এর আগে রানাকে আউট করে সুপার কিংসকে ম্যাচে ফেরান এনগিদি। ৬১ বলের ইনিংসে ১০টি বাউন্ডারি ও ৪টি ছক্কা হাঁকান রানা।

আরও পড়ুনঃ ভারতের বিরুদ্ধে সীমিত ওভারের দল ঘোষণা অস্ট্রেলিয়ার

শেষ দিকে ব্যাটিং করতে নেমে ১০ বলে ২১ রানের ঝোড়ো ইনিংস খেলেন প্রাক্তন নাইট অধিনায়ক দীনেশ কার্তিক। ২০ ওভারে ৫ উইকেটে ১৭২ রান তুলেছে কেকেআর।

ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে সিএসকে ১৩ ওভারে চেন্নাইয়ের রান ১ উইকেটে ১০৯। বরুণ চক্রবর্তীকে গ্যালারিতে ফেলতে গিয়ে আউট হন ওয়াটসন (১৪)। অজি তারকা ফেরার পরে রুতুরাজ ও অম্বাতি রায়ুডু পাল্টা চাপে ফেলে দেন কলকাতাকে। রুতুরাজ ৩৭ বলে ৫০ রান করেন। রায়ডু আউট হওয়ার পরে চাপে পড়ে যায় সিএসকে।

আরও পড়ুনঃ নিজের উদাহরণ টেনে কার্তিকের সরে যাওয়াকে একহাত নিলেন গম্ভীর

ধোনি ফের ব্যর্থ বরুণ চক্রবর্তীর স্পিনে ঠকে যান ধোনিও (১)। একা লড়ে যান ঋতুরাজ গায়েকোর আগের সাক্ষাতেও ধোনির উইকেট নিয়েছিলেন বরুণ। যখন জয়ের গন্ধ পাচ্ছে কেকেআর তখন তাঁদের মুখ থেকে জেতা ম্যাচ একা কেড়ে নিলেন স্যার রবীন্দ্র জাদেজা।

প্রথমে শেষের আগের ওভারে কামিন্স আর শেষ ওভারে নাগরকোটিকে ম্যাচের শেষের আগের বলে ছয় মেরে কেল্লাফতে করে দেন। ১১ বলে ৩১ রান করে অপরাজিত তিনি। এর ফলে প্লে অফে চলে গেল মুম্বই ইন্ডিয়ান্স ও প্লে অফ খেলার স্বপ্ন ক্রমশ অন্ধকার হচ্ছে কলকাতার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here