মর্গ্যান আর কার্তিককে রেখে দিল নাইটরা

0
71

অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ

রেখেই চলতি বছর এপ্রিল মাসে আইপিএল আর মিনি নিলাম ১২ ফেব্রুয়ারী আইপিএলের নিলাম। আজ সব দলই নিজেদের ঘর গোছানোর কাজ শুরু করে দিল।

Dinesh Kartik | newsfront.co

যেমন কলকাতা নাইট রাইডার্স বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গ্যানকে মিনি নিলামের আগে রিটেন করেছে, কেকেআর গত বছর ৫.২৫ কোটিতে মর্গ্যানকে দলে নিয়েছিল টিম শাহরুখ। দীনেশ কার্তিককে সরিয়ে সিরিজের মাঝপথে সরিয়ে মর্গ্যানকে অধিনায়ক করে নাইটরা। এবছরও তিনি অধিনায়ক থাকবেন।

মর্গ্যানের নেতৃত্বে ৭ ম্যাচের মধ্যে কেকেআর ৩ ম্যাচে জয় পায়। সব মিলিয়ে কেকেআর ৭টি ম্যাচ জিতে ১৪ পয়েন্ট সংগ্রহ করে। সানরাইজার্স ১৪ পয়েন্ট পেলেও কেকেআরের থেকে নেট রান রেটে এগিয়ে থাকার সুবাদে তারা প্লে অফের যোগ্যতা অর্জন করে।

আরও পড়ুনঃ ভারতের সর্বকালের সেরা উইকেটকিপার হওয়ার ক্ষমতা রাখে পন্থঃ তারক সিনহা

ইংল্যান্ড দলের তারকা টি টোয়েন্টি টম ব্যান্টনকেও ছেড়ে দিল। দীনেশ কার্তিককে রেখে দিল সির্দেশ লাভ আর ক্রিস গ্রীনকেও ছেড়ে দিল নাইটরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here