মরুর বুকে আজ ফাইনালে মুখোমুখি কলকাতা ও চেন্নাই

0
53

শরীয়তুল্লাহ সোহন, ওয়েব ডেস্কঃ

কোন দল জিতবে আইপিএলের এ বছরের আসরের শিরোপা? মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস (সিএসকে) না অইন মরগানের কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)! আইপিএলের সফলতম দলগুলোর একটি সিএসকে সর্বোচ্চ ৯ বার ফাইনাল খেলে শিরোপা জিতেছে তিনবার।

IPL2021

অন্যদিকে, দুইবার ফাইনালে উঠে দুইবারই ট্রফি উঁচিয়ে ধরেছে কেকেআর। তবে পরিসংখ্যানে এগিয়ে থাকা চেন্নাই চলতি আসরেও গ্রুপ পর্বে দুইবারই হারিয়েছে কলকাতাকে ফেভারিটের তকমা গায়ে লাগিয়েই তাই আজ রাত ৮টায় দুবাইয়ের ফাইনালে অইন মরগানের দলের মুখোমুখি হচ্ছে মহেন্দ্র সিং ধোনির দল। মরগানও ফেভারিট মানছেন ধোনির দলকে। তবে ফলটা আগাম না লিখে দিতেও সাবধান করেছেন কলকাতা অধিনায়ক, ‘আইপিএলের ইতিহাসের সেরা দলের একটি সিএসকে। আমরা লড়াই চালিয়ে যাব। যেকোনো কিছুই ঘটতে পারে।’

আরও পড়ুনঃ বাকি প্রায় তিন কোটি, দেশে ১০০ কোটি টিকাকরণ হলেই লাউডস্পিকার বাজিয়ে ঘোষণা করবে কেন্দ্র

দুবাইয়ের ফাইনালটাকে দুই সেরা কৌশলী ‘ক্যাপ্টেন কুল’ ধোনি ও মরগানের লড়াই হিসেবেও দেখছেন কেউ কেউ! ক্রিকেটের সম্ভাব্য সব শিরোপাই জিতেছেন এ দুজন। যদিও দুজনের কেউ-ই ছন্দে নেই এই আসরে। ফর্মহীন বিশ্বকাপজয়ী দুই অধিনায়কের লড়াইয়ের কৌশলে আজ কে করবেন বাজিমাত সেটা সময় বলবে…

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here