মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে কেএলও, লিঙ্কম্যানদের চাকরির দাবী উত্তরবঙ্গে

0
79

গীতাশ্রী মুখোপাধ্যায়, জলপাইগুড়িঃ

প্রাক্তন কেএলও লিঙ্কম্যানদের রাজ্য সরকার চাকরি দিয়েছে। মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের মধ্যে দেশদ্রোহী মামলায় অভিযুক্ত নয় এমন কেএলও ও লিঙ্কম্যানদের চাকরির দাবী উঠল এবার।

jalpaiguri press club | newsfront.co
নিজস্ব চিত্র

দ্রুত দাবী পূরণ না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছে আন্দোলনকারীরা। রাজ্যে তৃণমূল সরকার আসার পরে চার দফায় কেএলও ও কেএলও লিঙ্কম্যানদের চাকরি হয়েছে। আন্দোলনকারীদের দাবী, প্রাক্তন কেএলও ও লিঙ্কম্যানরা কামতাপুরী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন।

আরও পড়ুনঃ দলের নির্দেশে আগামী বিধানসভায় লড়তেও পারেন,আলিপুরদুয়ারে জানালেন সুশান্ত ঘোষ

এই ধরণের কামতাপুরী আন্দোলনের সঙ্গে যুক্ত থাকা এবং কেএলও ও লিঙ্কম্যানরা মোট ২১২জন চাকরির দাবী তুলল। তাঁদের পাশে রয়েছেন রাজনৈতিক বন্দি মুক্তি কমিটি। ওই কমিটির দাবি, সকলকে চাকরি দিতে তারাও আন্দোলন করছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here