পুজোর চারদিন করোনা টিকাকরণ বন্ধ থাকবে কলকাতা পুরসভায়

0
68

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

করোনার তৃতীয় ঢেউ আসার আশঙ্কায় টিকাকরণে জোর দিয়েছে রাজ্য। প্রায় প্রতিদিনই টিকা দেওয়া হচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। কিন্তু পুজোর চারদিন কলকাতায় বন্ধ থাকবে করোনা টিকাকরণ। কলকাতা পুরসভার তরফ থেকে এমনটাই জানানো হল। আগামী ১২ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত এই নির্দেশ বলবৎ থাকবে বলে জানিয়েছেন পুরসভার স্বাস্থ্যবিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রশাসকমণ্ডলীর সদস্য অতীন ঘোষ। পুজোর এই চারদিন টিকা নিতে পারবেন না কলকাতার বাসিন্দারা।

Covid vaccine

শুক্রবার অতীন ঘোষ জানান, পুজোয় ছুটি থাকার কারণে বন্ধ থাকবে কলকাতা পুরসভার সমস্ত বিভাগ। তাই আপাতত পুজোয় চারদিন টিকাকরণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বন্ধ থাকবে পুরসভার স্বাস্থ্যকেন্দ্রগুলিও। তবে জরুরি পরিষেবার জন্য বড় প্রতি একটি করে ওয়ার্ডের স্বাস্থ্যকেন্দ্র খোলা রাখা হচ্ছে। যেখানে করোনা পরীক্ষার পাশাপাশি ডেঙ্গু ও ম্যালেরিয়াও পরীক্ষা করা যাবে।

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো এখন দোরগোড়ায়। দ্বিতীয়া থেকেই শহরের পুজো মন্ডপগুলিতে ভিড় উপচে পড়ছে। হাইকোর্টের নির্দেশে মণ্ডপের ভিতরে প্রবেশ করতে না পারলেও মণ্ডপের সামনে ঢল নেমেছে দর্শনার্থীদের। এর থেকেই বোঝাই যাচ্ছে যে এখন থেকই উৎসবে মাতোয়ারা আমজনতা। সপ্তাহের শেষ দুটো দিন অর্থাৎ শনি ও রবিবার, চতুর্থী ও পঞ্চমী পরেছে। তাই এই ছুটিটাকে নষ্ট করতে চাইছেন না কেউই। তার উপর নিম্নচাপের একটা পূর্বাভাস রয়েছে।

সেই কারণেই সপ্তমী, অষ্টমী, নবমীর অপেক্ষায় বসে থাকতে চাইছেন না উৎসবমুখর বাঙালি। তৃতীয়ার দিন শহরে যে ভিড় হয়েছিল তা থেকে একথা স্পষ্ট। এদিকে হাজার হাজার মানুষের ভিড়ে চুপিসারে যে করোনা সংক্রমণ বাড়ছে, তা টেরই পাচ্ছেন না কেউ। কলকাতা-সহ বেশ কয়েকটি জেলায় ইতিমধ্যেই করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। তাই টিকাকরণের উপর জোর দিচ্ছে রাজ্য।

আরও পড়ুনঃ মাস্ক-ডবল ডোজ-দূরত্ববিধি ভুলে বুর্জ খলিফা দেখতে ব্যস্ত দর্শনার্থীরা! বিপদ এড়াতে পরামর্শ স্বাস্থ্য দফতরের

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে জানা যায়, দেশব্যাপী টিকাকরণ অভিযান চলছে। এই অভিযানেরই একটা অঙ্গ হিসাবে কেন্দ্রীয় সরকার রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে বিনামূল্যে কোভিড টিকা সরবরাহ করে আসছে। কেন্দ্রীয় সরকার টিকা উৎপাদক সংস্থাগুলির কাছ থেকে সংগৃহীত টিকার ৭৫ শতাংশ রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে সরবরাহ করছে। কলকাতায় প্রায় ৫০ শতাংশ টিকাকরণ ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে।

আরও পড়ুনঃ পুজোর অনুদানে সবুজ সঙ্কেত, তবে খরচের রিপোর্ট হলফনামা দিয়ে জানাতে হবেঃ হাইকোর্ট

শুক্রবার রাজ্য স্বাস্থ্য দফতর যে কোভিড বুলেটিন প্রকাশ করেছে, সেখানে উল্লেখ রয়েছে, একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৭৮৪ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬ জনের। শুধুমাত্র কলকাতাতেই আক্রান্তের সংখ্যা ১৫৮। উত্তর ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা ১২৮ জন। করোনা বুলেটিনে এরপরই হাওড়ার নাম রয়েছে। হাওড়ায় একদিনে ৬৮ জন করোনা সংক্রমিত হয়েছেন। মোট সুস্থতার হার ৯৮.৩২ শতাংশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here