নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
কলকাতা পুরসভার মেয়াদ শেষ হচ্ছে আগামী ৭ মে। এমতাবস্থায় ছোট লালবাড়ির দায়িত্ব কার উপর থাকছে তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। প্রশাসকের দায়িত্ব নিয়ে ফের ফিরছেন কি ফিরহাদ? জবাবে মেয়র জানালেন জানি না। এদিন পুরভবনে মেয়র ফিরহাদ হাকিম জানান, “ এটা নিয়ে সরকারি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। যে সরকারি নির্দেশ আসবে সেই নির্দেশই আমরা পালন করব। এখন সরকারি নির্দেশ হয়নি, ফলে কী করে বলব।“
মেয়র জানি না বলে এড়িয়ে গেলেও কলকাতা পুরসভার ভবিষ্যৎ ঘিরে রাজনৈতিক মহলে চলছে জোর জল্পনা। সাম্প্রতিক অতীতে রাজ্য সরকার অন্য পুরসভার ক্ষেত্রে মেয়াদ শেষ হলে প্রশাসক নিয়োগ করেই পুরসভাকে সচল রেখেছে কিন্তু কলকাতা পুরসভার ক্ষেত্রে স্বাভাবিকভাবে প্রশাসক নিয়োগের নিয়ম নেই। আর প্রশাসক নিয়োগের রীতি অনুসরণ করা হলে পুর কমিশনার খলিল আহমেদরই দায়িত্ব পাওয়ার কথা।
আরও পড়ুনঃ করোনা পজিটিভ সাগর দত্ত মেডিক্যাল কলেজের ল্যাব টেকনিশিয়ান, কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চ আধিকারিক
কোন কোন মহলের মত একাধিক প্রশাসক নিয়োগ করা যেতে পারে কলকাতা পুরসভার ক্ষেত্রে। অন্য একটি সূত্রের মতে, মহামারি পরিস্থিতিতে অন্তবর্তী সময়ের জন্য প্রশাসক হবেন ফিরহাদ হাকিমই। সেক্ষেত্রে অর্ডিন্যান্স জারি করে বোর্ডের মেয়াদবৃদ্ধি করবে রাজ্য সরকার নাকি নাকি সৃষ্টি করা হবে নতুন কোন পদ, তা নিয়ে তুঙ্গে জল্পনা।
আগামী ৭মে শেষ হচ্ছে কলকাতা পুরসভার মেয়াদ। করোনা পরিস্থিতির জেরে আটকে গেছে ভোট। আবার উদ্ভূত মহামারি পরিস্থিতিতে পুর প্রশাসনকে সচল এবং গতিশীল রাখা প্রয়োজন, এই অবস্থায় আইন রক্ষা করে কী সমাধানসূত্র বের করে রাজ্য সরকার সেই দিকে তাকিয়ে রাজনৈতিক মহল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584