শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
কিছুদিন আগে হাসপাতাল থেকে কোন রোগীকে ছাড়ার সময় করোনা নেগেটিভ বলে ডিসচার্জ সার্টিফিকেটে লিখে দেওয়ার নির্দেশ দিয়েছিল স্বাস্থ্য দফতর। যাতে তাকে তার এলাকায় কোনও হয়রানির শিকার না হতে হয়। এবার কর্মক্ষেত্রে হয়রানি রুখতে নাগরিকদের ‘করোনা নেগেটিভ’ সার্টিফিকেট দেওয়ার সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা। স্বাস্থ্যবিষয়ক পুরপ্রশাসক অতীন ঘোষ এই কথা জানিয়েছেন।
প্রসঙ্গত, এমন অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে পরিবারের কেউ করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছিলেন। সে ক্ষেত্রে সেই ব্যক্তি সুস্থ হয়ে যাওয়ার পরেও তার পরিবারের অন্যরা তাদের কর্ম ক্ষেত্রে হয়রানির শিকার হচ্ছেন। পরিবারের সংক্রমিত সদস্যর জেরে কারোর শরীরে কোভিড ঢুকেছে কি না, তা নিয়ে অনেকেই কর্মস্থলে প্রশ্নের মুখে পড়ছেন। এই সমস্যা সমাধানে উদ্যোগী হল পুরসভা।
আরও পড়ুনঃ স্বাস্থ্য কমিশনের হস্তক্ষেপে করোনায় মৃত চিকিৎসকের বিল ৩ লক্ষ ৬০ হাজার কমাল মেডিকা
উপসর্গহীন বা মৃদু উপসর্গ যুক্ত ব্যক্তিদের সহজেই খুঁজে বার করতে টেস্টিং-ট্রেসিং-ট্রিটমেন্ট পদ্ধতিতে প্রতিটি ওয়ার্ডে করোনা নমুনা পরীক্ষা শুরু করতে চলেছে পুরসভা। বিভিন্ন এলাকায় করোনা রোগী খুঁজে বের করতে এই তিনটি পৃথক পরিকল্পনায় করোনা পরীক্ষা চালু করছে কলকাতা পুরসভা।
আরও পড়ুনঃ চিকিৎসার গাফিলতিতে শিশুমৃত্যু, সাড়ে ৬ লক্ষ টাকা বিলের দাবিতে দেহ আটকে রাখল হাসপাতাল
ইতিমধ্যেই শহর কলকাতা জুড়ে কলকাতা পুরসভার নটি ভ্রাম্যমাণ অ্যাম্বুলেন্স বিভিন্ন ওয়ার্ড থেকে শহরবাসী লালা রস নমুনা সংগ্রহ করছে। মাত্র ৩০ থেকে ৪০ মিনিট সময় নিয়ে লালারস বা নাসিকা রস দিয়ে অ্যান্টিজেন কিটের মাধ্যমে পরীক্ষা চলছে। শহরের ১৬টি বরো এলাকায় দৈনিক একটি করে ক্যাম্প চলছে। এর মধ্যেই এই কাজ সেরে নেওয়া হবে বলে জানিয়েছেন পুর আধিকারিকরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584