আগামী মাসের মধ্যেই শহরের ৬ লক্ষ হকার পাবেন ১০ হাজার টাকা করে ব্যাঙ্ক ঋণ

0
127

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

পুলিশ-পুরসভা নিজেরা পৃথক যৌথ সমীক্ষা করে শহরে মাত্র ৩২ হাজার হকারের অস্তিত্ব খুঁজে পেলেও ব্যাঙ্ক ঋণ দেওয়ার ক্ষেত্রে হকার ফেডারেশনের দেওয়া ৬ লক্ষ হকারের হিসেবই মেনে নিল। করোনার জন্য মাত্রাতিরিক্ত ভুক্তভোগী তারাও।

Loan process | newsfront.co
প্রতীকী চিত্র

তাই কেন্দ্রীয় সরকার যে ১০ হাজার টাকা ব্যাঙ্ক ঋণের কথা ঘোষণা করেছিল, তা দেওয়ার কাজ ইতিমধ্যেই কলকাতা ও নিউটাউনে শুরু হয়ে গিয়েছে। মনে করা হচ্ছে আগামী মাসের মধ্যেই এই ঋণ শহরের হকাররা পেয়ে যাবেন। তবে এর জন্য অনলাইনে সঠিক আবেদন পত্র দিতে হবে হকারদের।

আরও পড়ুনঃ একধাক্কায় অনেকটা কমল সোনার দাম

জানা গিয়েছে, জাতীয় হকার ফেডারেশনের পক্ষ থেকে এই নিয়ে রাজ্য প্রশাসন ও ব্যাঙ্কের সঙ্গে সমন্বয় রেখে কাজ করা হচ্ছে। হকার ফেডারেশনের দাবি, সারা রাজ্যে ১০ লক্ষ ও শহরে ৬ লক্ষ হকার রয়েছেন। তাঁরা প্রত্যেকেই যাতে এই আর্থিক সহায়তা পান, তা নিশ্চিত করতে প্রশাসনকে সহায়তা করবে ফেডারেশন।

আরও পড়ুনঃ আমফান ত্রাণ বিলি নিয়ে আধিকারিকদের দৈনিক কাজের তদারকি করবেন মুখ্যমন্ত্রী

তবে হকারদের অনেকেরই প্যান কার্ড, ফর্ম-১৬ সহ একাধিক নথি নেই। সেই সবের বন্দোবস্ত করছে ফেডারেশন। পাশাপাশি, ঋণের জন্য পুরসভার ছাড়পত্রও আবশ্যক। সেই কারণে পুরসভার সঙ্গেও যোগাযোগ রাখছে ফেডারেশন। এখনও পর্যন্ত যা খবর, তাতে ২৬ অগস্ট বেশ কিছু হকারের হাতে প্রতীকী ঋণ তুলে দেওয়া হবে। সেই অনুষ্ঠানে পুর প্রশাসক ফিরহাদ হাকিমের থাকার কথা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here