বে-সরকারি স্কুল খোলার দাবিতে দিনহাটা মহকুমা শাসককে ডেপুটেশন

0
64

মনিরুল হক, কোচবিহারঃ

করোনার জেরে লকডাউন ঘোষণা করেছিল সরকার। আর সেই লকডাউনের জেরে বন্ধ হয়ে গেছে সরকারি, বে-সরকারি স্কুল গুলি। তারপর বিভিন্ন রাজ্যে স্কুল কলেজ খুললেও বাংলায় এখনও খোলেনি স্কুল কলেজ। ছাত্রছাত্রীদের পঠন পাঠনে সমস্যা হলেও করোনা পরিস্থিতিতে স্কুল খুলতে রাজী নন সরকার।

Deputation | newsfront.co
নিজস্ব চিত্র

এভাবে প্রায় ৯ মাস চলতে চলতে বাধ্য হয়ে বে-সরকারি স্কুল খোলার দাবিতে দিনহাটা মহকুমা শাসককে ডেপুটেশন দিল বেসরকারি বিদ্যালয় কল্যান সমিতি। শুক্রবার এই ডেপুটেশন দেওয়া হয়। এদিনের এই ডেপুটেশনে নেতৃত্ব দেন সংগঠনের সম্পাদক শোভন লাল দে, শিক্ষক রতন চন্দ্র বর্মন, উত্তম বর্মন, বাপি সরকার সহ আরও অনেক শিক্ষকরা।

আরও পড়ুনঃ ‘আর নয় অন্যায়’ প্রতিবাদের ডাক দিয়ে পথসভা বিজেপি রাজ্য যুব মোর্চার

এই ডেপুটেশন দেওয়ার সময় সংগঠনের সম্পাদক শোভন লাল দে বলেন,”করোনা আবহে বেশ কয়েক মাস ধরে স্কুল গুলি বন্ধ রয়েছে। স্কুলের ছাত্র-ছাত্রীদের পঠন-পাঠন তলানিতে গিয়ে পড়েছে। বর্তমানে করোনা প্রকোপ অনেকটাই স্থিতিশীল হয়ে এসেছে। লকডাউন উঠে গিয়েছে, বাজার ঘাট সবই খুলছে। এবারে সামাজিক স্বাস্থ্যবিধি মেনে স্কুল গুলি খোলা দরকার। এতে ছাত্র-ছাত্রীরা কিছুটা হলেও তাদের ঘাটতি পূরণ করতে পারবে।”

আরও পড়ুনঃ ডেউচা – পাচামি কয়লা প্রকল্পের সমীক্ষার কাজ শুরু করল বীরভূম জেলা প্রশাসন

এদিন মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দেওয়ার সময় সমস্যাগুলি নিয়ে দীর্ঘ সময় আলোচনা হয়। পরে মহকুমা শাসক বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের গোচরে নিয়ে আসবেন বলে সংগঠনের নেতৃবৃন্দ জানান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here