বিদ্যুৎ মৈত্র,বহরমপুর: রবিবার কৃষ্ণনাথ কলেজের বরকত কক্ষে মহা সমারোহে অনুষ্ঠিত হলো প্রাক্তনী,কৃষ্ণনাথ কলেজের ১৯তম বার্ষিক সাধারন সভা তথা পুনর্মিলন উৎসব এবং বাৎসরিক পিকনিক।প্রদীপ প্রোজ্জ্বলন করে আনুষ্ঠানিক উদ্ভোধন করলেন বর্ষিয়ান বিশিষ্ট প্রাক্তনী ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান শ্রী জহর সেন।অনুষ্ঠানের শুরুতেই উদ্ভোধনী সংগীত গেয়ে শোনালেন বিশিষ্ট প্রাক্তনী অভিরূপ বিশ্বাস।এ বছর বিশিষ্ট প্রাক্তন ছাত্র হিসাবে সম্বর্ধনা পেলেন শ্রী হরিলাল দাস এবং শ্রী তাপস মৈত্র,বিশিষ্ট প্রাক্তন শিক্ষক হিসাবে সম্বর্ধনা পেলেন দর্শনশাস্ত্রের ডঃ দীপক বাগচী ও রসায়নবিদ্যার শ্রী দীপক বাগচী,প্রাক্তন বিশিষ্ট শিক্ষাকর্মী হিসাবে পুরস্কৃত হলেন শ্রী দুলাল নাথ।
সংগঠনের বর্তমান সম্পাদক দেবজ্যোতি বিশ্বাস তার সম্পাদকীয় ভাষনে বললেন,নবীন প্রাক্তনীদের সংগঠনের প্রতি আকর্ষন করা যায়নি।বিশিষ্ট প্রাক্তনী তাপস মৈত্র এবং প্রাক্তনী,কৃষ্ণনাথ কলেজের কলকাতা ইউনিটের সম্পাদক শ্রী পঞ্চানন সাহা কৃষ্ণনাথ কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবী জানান তাদের বক্তৃতার মধ্যে দিয়ে।তাদের দাবীর পরিপ্রেক্ষিতে প্রাক্তনী পরবর্তী কালে এবিষয়ে রাজ্যসরকার কে স্মারকলিপি দেবার কথাও ভাবছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584