করোনার প্রকোপে ক্লাইভ লয়েড আপাতত পাচ্ছেন না নাইটহুড খেতাব

0
147

প্রীতম সরকার, স্পোর্টস ডেস্কঃ

করোনা মহামারির জেরে লন্ডনের ব্যাকিংহ্যাম প্যালেস থেকে ‘নাইটহুড’ উপাধি আপাতত পাচ্ছেন না প্রবাদপ্রতিম ক্রিকেটার ক্লাইভ লয়েড। এমাসেই ক্লাইভ লয়েডকে ক্রিকেটে তার ‘লাইফ টাইম পারফরমান্স’র জন্য ব্রিটেনের রানির নাইটহুড উপাধি দেওয়ার কথা ছিল।

Clive Lloyd | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

কিন্তু করোনা লন্ডনে যে মহামারি প্রভাব ফেলেছে, তাই এখন আর ব্যাকিংহ্যাম প্যালেস অন্য কোন বিষয় নিয়ে ভাবছে না। ক্লাইভের হাতে এসেও পাওয়া হলোনা বিশ্বের সেরা সন্মান। ওয়েষ্ট ইন্ডিজের এই প্রাক্তন ক্রিকেট অধিনায়ক এখন অবশ্য লণ্ডনেই রয়েছেন। ক্যারিবিয়ানে করোনার প্রভাব সেভাবে কোন আঁচ ফেলেনি।

Clive Lloyd | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

ক্লাইভের নিজের শহর গায়ানার বাড়ি ভাড়া দিয়ে সপরিবার লয়েড লন্ডনের বাসিন্দা। লন্ডনের আবস্থা করোনার প্রভাবে খুবই খারাপ। তাই ঘরবন্দি হয়ে রয়েছেন ক্লাইভ। বই পড়ছেন, প্রচুর ফোন করছেন, টিভি দেখে সময় কাটাচ্ছেন। একদম ঘরের বাইরে বের হচ্ছেননা।

Clive | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

তবে মাঝে একদিন খাবার স্টক শেষ হয়ে যাওয়ায় টেকসো এলাকায় গিয়ে তা আনোট হয়েছে। নাইটহুড আপাতত না পাওয়াতে মন খারাপ হয়নি লয়েডের। তাঁর মতে, করোনার কারনে ঘরে বন্দিদশার জীবনেই রয়েছে পৃথিবীর বেঁচে ওঠার, স্বাভাবিক হয়ে ওঠার চাবিকাঠি।

আরও পড়ুনঃ দোষারোপের খেলা বন্ধ হোক, শোয়েবের প্রস্তাব ফেরালেন কপিল

Clive | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

তাঁর ‘নাইটহুড’ উপাধি দেওয়ার দিনক্ষন কি হচ্ছে, তা জানতে মাঝে একদিন ফোন করেছিলেন, ক্যারেবিয়ান অন্যতম সেরা ক্রিকেটার ভিভ রির্চাডস। ‘নাইটহুড’ উপাধি দেওয়ার অনুষ্টান পরিস্থিতি স্বাভাবিক হলে হবে বলে ক্লাইভের ধারনা।

লন্ডনের রানি নিজেই এখন প্রাসাদে নেই, প্রধানমন্ত্রী আইসিইউ-তে। মৃত্যু ঘণ্টা বাজছে এখন লন্ডন শহরে।পরিস্থিতি যে দিকে যেতে চলেছে, ক্লাইভের প্রার্থনা তাঁর মৃত্যুর আগে তিনি যেন নিজের হাতে নাইটহুড খেতাবটা নিয়ে যেতে পারেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here