সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ

সাতদিন ব্যাপী নকআউট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করল দক্ষিন সুন্দরবনের ফ্রেন্ড গ্রুপ ক্লাব।প্রত্যন্ত এলাকাবাসিদের মধ্যে ক্রিকেট খেলার প্রতি আগ্রহ বাড়াতে এই অভিনব উদ্যোগ নেন গ্রামের প্রবীন নবীনরা।

সাতদিন ব্যাপি খেলা ঘিরে বসে মেলা।খেলা আর মেলা নিয়ে আত্মীয় সমাগমে উৎসব মুখর হয়ে ওঠে গ্রামবাসী।দক্ষিন সুন্দরবনের কাকদ্বীপ ব্লকের নেতাজি গ্রাম পঞ্চায়েত।এই পঞ্চায়েতের প্রত্যন্ত গ্রাম রামচন্দ্র নগর।প্রায় দু-হাজারেরো বেশি মানুষের বাস গ্রামে।জীবিকা বলতে চাষাবাদ।কেউ ভাগ্যর জোরে ছোটোখাটো ব্যবসা করেন,তাও আবার হাতে গোনা কয়েকজন।গ্রামে নেই কোন সাম্প্রদায়িক উৎসব।

তাই উৎসব মুখর হয়ে ওঠা বলতে ক্রিকেট খেলা ঘিরে।এগারো বছর ধরে কর্কেট ডিউস ক্রিকেট টুর্নামেন্টের আয়জন করেছে গ্রামের প্রবীন নবীনরা।দক্ষিন সুন্দরবন সঙ্গে পার্শবর্তী জেলা কলকাতা থেকে আসা খেলোয়ারদের নিয়ে গড়ে ওঠে সম্প্রীতি ম্যাচ। কর্কেটডিউস ক্রিকেট টুর্নামেন্ট এবারে চারটি দল অংশ নেয়।

মহামেডান স্পোটিং ক্লাব ,বেঙ্গল ওয়ারিস,মজিলপুর অ্যাথেলেটিক ক্লাব ,পান্ডে ক্রিকেট ক্লাব।খেলা আয়োজনে প্রথম পুরস্কার থাকছে টাটা ন্যানো গাড়ি থাকছে ৫ ফুট উচ্চতা ট্রফি।দ্বিতীয় পুরস্কার মটর বাইক সঙ্গে ৩ ফুট ট্রফি।এছাড়া প্রতিটি ম্যচে ম্যান অফ দা ম্যাচের পুরস্কার রয়েছে।এলাকায় নেই কোন খেলার মাঠ ।
আরও পড়ুনঃ ঝাড়গ্রামে ছাত্রীরা টেক্কা দিল ছাত্রদের

এগারো বছর ধরে চাষের জমি ভারা নিয়ে অস্থায়ী সেক সামসেল হক স্টেডিয়াম নাম দিয়ে চলছে ডিউস ক্রিকেট।প্ল্যাসটিক বল আর ক্যামবিস বলে গ্রাম বাংলায় বেশি প্রচলিত তাই তেমন চাহিদা নেই ডিউস বলের।ফলে ক্রিকেটের সঙ্গে ডিউস ক্রিকেটের যুগলবন্দি বাড়াতে এমন উদ্যোগ।কলকাতাতে খেলা দেখার অনেকের স্বাদ থাকলেও আর্থিক সঙ্কটে পিছিয়ে যান।তাই দুধের স্বাধ ঘোলে মেটাতে এমন প্রয়াস বলে দাবি অনেকের।দিনের বেলায় খেলা চলে আর সন্ধ্যা নামলে মেলা।এই উৎসব রামচন্দ্রনগর গ্রামে নব প্রানের সঞ্চার করেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584