সীমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ
১৬ টিমের নকআউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করলো কম্পানিরছাড় স্বামীজি সেবা সংঘ। সাগর ব্লকের মুড়িগঙ্গা-২নম্বর গ্রাম পঞ্চায়েতের কম্পানিরছাড় এলাকার স্বামীজি সেবা সংঘের মাঠে দু’দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।
টুর্নামেন্টের উদ্বোধন করেন সাগর বিধানসভার বিধায়ক ওরফে সুন্দরবন উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান বঙ্কিম চন্দ্র হাজরা। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন তিনি। পরে উদ্বোধন করেন খেলার। ১২ বছর ধরে চলে আসছে কোম্পানিরছাড় স্বামীজি সেবা সংঘের ফুটবল টুর্নামেন্ট।
খেলোয়াড়দের উদ্দীপনা বাড়াতে এমন অভিনব উদ্যোগ বলে দাবি উদ্যোক্তাদের। ১৬ টিমের মধ্যে যেমন রয়েছে এই জেলার টিম পাশাপাশি রয়েছে ভিন জেলার টিমও। প্রথম পুরস্কার হিসেবে থাকছে ৮০হাজার টাকা সঙ্গে তিন ফুট ট্রফি।
আরও পড়ুনঃ ঘাটালবাসীদের কয়েক দশকের সেতুর দাবি মেটালেন দেব
দ্বিতীয় পুরস্কার থাকছে ৬০ হাজার টাকা আড়াই ফুট ট্রফি। এছাড়া প্রতিটি ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ এবং ফাইনালে ম্যান অব দ্য সিরিজ পুরস্কার। যুগ্ম বিজয়ী দলের প্রতি থাকছে ১০ হাজার টাকা করে পুরস্কার।
খেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হন মুড়িগঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান অমিত দাস, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সমীর সাউ, প্রধান শিক্ষক সুজিত বেড়া। এছাড়া গ্রাম পঞ্চায়েতের সদস্য সদস্যা, কোম্পানিরছাড় সেবা সংঘের সম্পাদক বুদ্ধদেব গাওনিয়া, সভাপতি হরিপদ পাত্র।
উদ্দ্যোগতাদের নিজেদের পয়সায় খরচ করে এই টুর্নামেন্টের আয়োজন করে। বুলবুল ঘূর্ণিঝড়ের পর ক্ষতিগ্রস্ত হয়েছিল মুড়িগঙ্গা ২নং গ্রাম পঞ্চায়েতের কম্পানিছাড় গ্রাম। বাস প্রায় পাঁচহাজার মানুষের। খেটে খাওয়া মানুষের জীবিকা বলতে কৃষিকাজ আর অর্থকারী ফসল পানের উপর নির্ভর।
কিন্তু ক্ষতিগ্রস্ত তালিকায় প্রায় ৮০%। ফলে প্রতিবছর খেলা নিয়ে উৎসবমুখর হয়ে উঠলেও এবারে খেলায় তেমন তোরজোর নেই। নেই সাংস্কৃতিক অনুষ্ঠান। খেলা ঘিরে এবছর বিষাদের সুর । তবুও প্রতিভাদের উদ্দীপনা বাড়াতে এই খেলা দু’দিনব্যাপী আয়োজন করা হয়েছে। খেলা ঘিরে রয়েছে রক্তদান শিবির।
উদ্যোক্তাদের উদ্যোগে ফুটবল প্রশিক্ষণ শিবির করা হয়। আট থেকে আশি শুধু কোম্পানির এলাকার মানুষরা নন এই খেলা দেখতে ছুটে আসেন সাগর ব্লকের পাশাপাশি কাকদ্বীপ, পাথর প্রতিমা, নামখানা বিভিন্ন এলাকার মানুষজন। ফলে ফুটবল খেলা উৎসব মুখর হয়ে ওঠে দুদিন ধরে ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584