উমার ফারুক,নিউজ ফ্রন্ট,সামসি: ‘কবিতা সারাদিন’ নামে রবিবার অভিনব কবিতার আসর বসে মালদার সামসি কলেজে। সকল দশটার সময় কলেজের ‘রক্তকরবী ‘ কক্ষে অনুষ্ঠিত হয় এই অভিনব কবিতা চর্চার আসর।আসরের শুভ সূচনা করেন কবি ও নাট্যকার অধ্যাপক ড.মনোজ ভোজ । এই কবিতা চর্চার আসরে জেলার বিভিন্ন এলাকা থেকে কবি সাহিত্যিকরা অংশ গ্রহণ করেন। আগত কবিরা স্বরচিত কবিতা পাঠ করেন ও কবিতার নানান দিক নিয়ে আলোচনা করেন। অধ্যাপক ওয়াহাব তাঁর বক্তব্যে বলেন-“এই কবিবাসর আগামী দিনে নতুন কবিদের অনুপ্রাণিত করবে, যা আজকের দিনে ভীষন প্রয়োজন”।অধ্যাপক ড. মনোজ ভোজ বলেন-” সাহিত্য হল সমাজের উন্নয়নের একটি কৌশল,আর কবিতা হল তার চাবিকাঠি। “। ‘বাহন’ পত্রিকার সম্পাদক এম.ওয়াহেদুর রহমান বলেন-“আজ ভারতের দিকে দিকে অসহিষ্ণুতার দাবানলে দগ্ধ হচ্ছে সাধারণ মানুষ,তাই এই রকম পরিস্থিতে কবিতার মাধ্যমে তুলে ধরতে হবে মানববন্ধন”। এই কবিতার আড্ডায় কবি সাহিত্যিক সহ বিভিন্ন শ্রেণির মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল লক্ষ্য করার মতো।অনুষ্ঠানে পৌরহিত্য করেন সামসি কলেজের অধ্যাপক তাপস বর্মন।উত্তর মালদার গ্রামীন এলাকায় অবস্থিত সামসি কলেজের এই কবিতার আড্ডা কবিতা চর্চার ক্ষেত্র আরো প্রসারিত করবে বলে মনে করেন সাহিত্যপ্রেমীরা।এদিনের কবিতার আসরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কবি আব্দুল ওয়াহাব। এছাড়াও উপস্থিত ছিলেন বিখ্যাত কবি দিলীপ তলোয়ার,’ বাহন’ পত্রিকার সম্পাদক এম. ওয়াহেদুর রহমান, কবি আকমাল হোসেন, কবি বিপ্লব সেনগুপ্ত, সিভিল ইঞ্জিনিয়ার গোলাম মোর্তুজা, কবি ফিরোজ আবির,শিক্ষক শরিফুল ইসলাম প্রমুখ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584