ভুয়ো খবরে ক্ষুব্ধ জননী কোয়েল

0
228

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

Koel Mallick | newsfront.co

৫ মে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন কোয়েল মল্লিক। সিং পরিবারে এসেছে ছোটে সর্দার। স্বাভাবিকভাবেই খুশির হাওয়া সিং এবং মল্লিক পরিবারে। কিন্তু এর মাঝেই সোশ্যাল মিডিয়ার দৌলতে ছড়িয়ে পড়ল এক ভুয়ো খবর।

কোয়েল পুত্র নাকি অসুস্থ হয়ে আই সি ইউ-তে ভর্তি। এই খবর কানে যাওয়া মাত্রই চটেছেন কোয়েল। শত হলেও আজ তিনি মা। সন্তানের অসুখের খবরে মায়ের চেয়ে বিচলিত কে বেশি হয়? আর সেখানে সম্পূর্ণ ভুল একটি সংবাদ পরিবেশন কোয়েলকে আরও বেশি বেদনা দিয়েছে।

post | newsfront.co

সদাহাস্যময়ী কোয়েল এবার বেশ একটি কড়া পোস্ট দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।অভিনেত্রী সাফ জানিয়েছেন তিনি এবং তাঁর সন্তান ভাল আছেন, সুস্থ আছেন। গুজব ছড়াতে বারণ করেছেন তিনি। এর আগে রঞ্জিত মল্লিককে নিয়েও রটেছিল এহেন ভুয়ো খবর। তাতেও মুখ খোলেননি কোয়েল।

আরও পড়ুনঃ বন্ধ উপার্জন অবসাদে আত্মঘাতী অভিনেতা

new comer | newsfront.co

এই প্রসঙ্গে তিনি তাঁর পোস্টে লেখেন- ” আমি সবসময় আমার এবং আমার খুব কাছের মানুষদের নিয়ে ভুল খবরে চুপ থেকেছি, কারণ সেটাই যথাযথ মনে হয়েছে। আমার একান্ত অনুরোধ দয়া করে কোনওরকম ভিত্তিহীন গুজবে কান দেবেন না। এই কুরুচিকর মানসিকতা অত্যন্ত ঘৃণ্য। আমরা সবাই সুস্থ আছি, ভাল আছি। ভালো থাকুন, ভালো রাখুন।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here