ফোর্বসের সর্বোচ্চ উপার্জনকারী ক্রীড়াবিদদের তালিকায় একমাত্র ক্রিকেটার বিরাট কোহলি

0
102

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:

৬৬ নম্বরে বিরাট কোহলি

ফোর্বসের সর্বোচ্চ উপার্জনকারী ক্রীড়াবিদদের তালিকায় ক্রিকেটার হিসেবে স্থান পেলেন একমাত্র বিরাট কোহলি।

২০২০ সালের ১০০ সর্বোচ্চ উপার্জনকারী ক্রীড়াবিদদের তালিকা প্রকাশ করল ফোর্বস পত্রিকা।

সর্বোচ্চ উপার্জনের নিরিখে এবার প্রথম স্থান দখল করেন টেনিস তারকা রজার ফেডেরার। দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে রোনাল্ডো ও লিওনেল মেসি। এর আগে এই ফুটবল তারকারা দীর্ঘ পাঁচ বছর ধরে প্রথম স্থান অধিকার করে আসছিলেন। চতুর্থ স্থান দখল করেছেন ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার।গত এক বছরে রজার ফেডেরার উপার্জন করেছেন ১০৬.৩ মিলিয়ন মার্কিন ডলার। সেখানে এবার রোনাল্ডো ও মেসির উপার্জন যথাক্রমে ১০৫ও ১০৪ মিলিয়ন মার্কিন ডলার।

২১ দেশের মোট ১০টা খেলা এই তালিকায় স্থান পেয়েছে। দীর্ঘদিন পর এই তালিকায় স্থান পেয়েছেন দুই মহিলা ক্রীড়াবিদ- নাওমি ওসাকা ও সেরেনা উইলিয়ামস।

আরও পড়ুন:২০২৪ অলিম্পিকের স্বপ্ন দেখছেন জাপানের কেন্তো মোমোতো

অন্যদিকে এই তালিকায় একমাত্র ভারতীয় তো বটেই একমাত্র ক্রিকেটার হিসেবেও  নিজের স্থান ধরে রেখেছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। তিনি রয়েছেন ৬৬ নাম্বারে। তাঁর উপার্জন ২৬ মিলিয়ন মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৯৭কোটি টাকা। ভারতীয় অধিনায়ক বাণিজ্যিক চুক্তি থেকে উপার্জন করেছেন ২৪ মিলিয়ন মার্কিন ডলার। আর ক্রিকেট খেলে মাত্র ২ মিলিয়ন মার্কিন ডলার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here