কলকাতা থেকে দুবাই অতিরিক্ত বিমান মিলবে আগামী দু’মাস

0
86

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

করোনা পরিস্থিতি জটিল হওয়ায় ভারতে দীর্ঘদিন লকডাউন জারি ছিল। ফলে সবকাজও থমকে গিয়েছিল। বন্ধ ছিল অফিস-কাছারি সহ বিভিন্ন কর্মসংস্থান।

Air service | newsfront.co
প্রতীকী চিত্র

এরপর আনলক পর্ব শুরু হয়ে যাওয়ায় অফিস, আদালত সহ অন্যান্য কর্মসংস্থানগুলি ধীরে ধীরে খুলতে শুরু করে। তাই স্বাভাবিকভাবেই কর্মস্থলে ফেরার তাগিদ ক্রমশ বাড়ছে পেশাদারদের মধ্যে।

করোনাকালে দীর্ঘ সময় প্রবাসে আটকে থাকা মানুষদেরও দেশে ফেরার চাহিদা দেখা দিচ্ছে। এই বাড়তি চাহিদার দিকে লক্ষ্য রেখে কলকাতা থেকে দুবাই যাওয়ার নিয়মিত পরিষেবা চালু করতে চলেছে একটি বেসরকারি বিমান পরিবহণ সংস্থা।

আরও পড়ুনঃ ‘মুকুল রায় টাকা নেননি,’ আচমকাই নারদ কাণ্ডে বিস্ফোরক দাবি ম্যাথুর

ইতিমধ্যে এয়ার ইন্ডিয়ার বিমান দুবাই থেকে কলকাতায় আসা-যাওয়া করছে। ওই বেসরকারি বিমান পরিষেবা সংস্থা জানিয়েছে, নভেম্বর ও ডিসেম্বর মাসজুড়ে কলকাতা থেকে দুবাই বিমান। নভেম্বর মাসের ২, ৫, ৯, ১২, ১৬, ১৯, ২৩, ২৬ এবং ৩০ তারিখ নির্ধারিত হয়েছে।

আরও পড়ুনঃ স্টাফ স্পেশাল ট্রেনে উঠতে চেয়ে যাত্রী বিক্ষোভে উত্তাল হাওড়া স্টেশন

এছাড়াও, ডিসেম্বর মাসের ৩, ৭, ১০, ১৪, ১৭, ২২ এবং ২৩ তারিখ বিমান কলকাতা থেকে যাত্রী নিয়ে দুবাইয়ের উদ্দেশে রওনা দেবে। প্রাথমিক পরিকল্পনা এইরকম রয়েছে। এরপর পরিস্থিতি বিচার করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এয়ার বাবল ব্যবস্থায় দুবাই ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ থেকে বিমান কলকাতা যাতায়াত করছে। তাতে যাত্রীদের চাহিদা ক্রমশ বাড়ছে, এটা লক্ষ্য করেছেন এয়ারলাইন্সের আধিকারিকরা। বিভিন্ন কাছে মানুষজন কলকাতা থেকে দুবাই যাচ্ছেন। তবে দুবাই থেকে যাঁরা কলকাতায় ফিরছেন তাঁদের সরকারি স্বাস্থ্যবিধি মানতে হচ্ছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here