নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
বালুরঘাট টাউন ক্লাবের মাঠে ব্যাটে-বলে নবম শ্রেণীর ছাত্র হ্যাপি পানশেরের দুরন্ত অলরাউন্ডার পারফরম্যান্সের জোরে সেমি ফাইনালে উঠলো পূর্ব মেদিনীপুরের কোলা ইউনিয়ন হাইস্কুল। অনুর্ধ্ব ১৫ দাত্তু ফাদকার ট্রফিতে কোর্য়াটার ফাইনালে জিতে শেষ চারে পৌঁছাল পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের কোলা ইউনিয়ন হাইস্কুল।
বুধবার বালুরঘাটে অনুষ্ঠিত এই ম্যাচে পূর্ব মেদিনীপুরের কোলা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ৪৪.২ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ১৭১ রান তোলে। কোলা ইউনিয়নের পক্ষে উল্লেখযোগ্য ৫২ রান করেন নবম শ্রেণীর ছাত্র হ্যাপি পানসের। বিপক্ষের দার্জিলিং জেলার শিলিগুড়ির দিল্লি পাবলিক স্কুলের পক্ষে দেবাঙস তানটি ৯ ওভার বল করে ২ টি মেডেন সহ তিনটি উইকেট নেন।
আরও পড়ুনঃ আন্তঃজেলা ভলিবল প্রতিযোগিতার ফাইনালে উত্তর দিনাজপুর
জবাবে দার্জিলিং জেলার শিলিগুড়ির দিল্লি পাবলিক স্কুল ৪০.৪ ওভারে ৯৭ রান করে অল আউট হয়ে যায়। শোবিন রায় ২৯ রান করেন। কোলা ইউনিয়নের পক্ষে হ্যাপি পানসের ৮ ওভার বল করে ২ টি মেডেনসহ মাত্র ১১ রান দিয়ে ৩ টি উইকেট দখল করেন। এছাড়াও অনির্বাণ মন্ডল ও রাজা মন্ডল ২ টি করে উইকেট নেন। বৃহস্পতিবার সেমি ফাইনালে কোলা ইউনিয়ন দক্ষিণ ২৪ পরগনার কামরাবাদ উচ্চ বিদ্যালয়, সোনারপুরের মুখোমুখি হবে।
আর জিতলেই পূর্ব মেদিনীপুর ফাইনালে চলে যাবে। উল্লেখ্য এদিন সকালে বৃষ্টি হওয়ায় ম্যাচের শুরুর দিকে মাঠ স্যাঁতস্যাঁতে থাকলেও ধীরে ধীরে তা ভালো হয়। সিএবির পরিচালনায় বালুরঘাট টাউন ক্লাবের সহযোগিতায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।
নিজেদের দলের পারফর্ম্যান্স এ খুশি ছাত্রদের সঙ্গে থাকা শিক্ষক সুজন বেরা, কোচ কৌশিক ভৌমিক ও সহকারী কোচ শুভঙ্কর দাস।এই সাফল্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপ্লব ভট্টাচার্য্য সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকাগণ এবং পড়ুয়ারা আনন্দিত বলে জানা গেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584