নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
করোনা ভাইরাসের মোকাবিলায় সারা রাজ্যে চলছে স্বাস্থ্য দফতরের নির্দেশ অনুসারে লকডাউন। আর এই নগরায়নের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট এলাকার বহু ফুলচাষি থেকে শুরু করে ফুল ব্যবসায়ীরা।
কারণ লকডাউনের ফলে বন্ধ রয়েছে সমস্ত দোকানপাট থেকে শুরু করে যানবাহন। অবশ্য রাজ্য সরকারের নির্দেশ অনুসারে দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় জিনিসপত্রের দোকান গুলি অবশ্যই খোলা রাখা হয়েছে, কিন্তু যানবাহন না চলার ফলে এবং অন্যান্য দোকানপাট গুলি না খোলার ফলে ক্ষতির মুখে পড়েছে ফুলচাষি থেকে ব্যবসায়ীরা।
অবশেষে প্রশাসনের নির্দেশ অনুসারে বুধবার থেকে খুলে দেওয়া হল কোলাঘাট ফুল বাজার। ফলে কিছুটা ক্ষতির মুখ থেকে রক্ষা পাবে এলাকার সমস্ত ফুলচাষি ও ব্যবসায়ীরা বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুনঃ পুলিশের উদ্যোগে রক্তদান অব্যাহত
তবে এদিন স্থানীয় এক ফুল ব্যবসায়ী প্রকাশ বাউড়ি জানান, ‘বর্তমানে ফুল বাজার খুলে দেওয়ার ফলে অনেকটাই ক্ষতি থেকে রক্ষা পাবে এলাকার চাষি থেকে শুরু করে ব্যবসায়ীরা। কারণ বহুদিন থেকে এই লকডাউন চলার ফলে অনেক ক্ষতি হয়েছে চাষি থেকে ফুল ব্যবসায়ীদের’। তবে যাই হোক বর্তমান স্বাস্থ্য দফতরের বার্তা অনুযায়ী দূরত্ব মেনেই চলছে বাজার এমনটাই জানালেন স্থানীয় ব্যবসায়ী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584