লাগাম ছাড়া ভিড় এড়াতে স্থানীয়দের তৎপরতায় বন্ধ হলো বাজার

0
53

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

পূর্ব মেদিনীপুর জেলার প্রবেশদ্বার হল কোলাঘাট। যেখানে সোম ও শুক্রবার বড়মাপের সাপ্তাহিক সবজি ও নিত‍্য ব‍্যবহার্য সামগ্রী বেচাকেনার হাট বসে। মারন ভাইরাসের প্রকোপ এড়াতে সরকারি বিধি নিষেধেও বহু মানুষের হুঁশ ফেরেনি।

market | newsfront.co
বন্ধ হলো বাজার। নিজস্ব চিত্র

এখনও বেশ কিছু ক্রেতা বিক্রেতা এই লকডাউনের আবহেও বেপরোয়া ভাবে ভিড় জমিয়ে মনের আনন্দেই বিকিকিনি করছেন।সংক্রমণকে এড়াতে বাধ‍্য হয়েই স্থানীয় মানুষজন একত্রিত হয়ে আগামী তিনটে হাট বসতে দেওয়া হবে না বলে ঘোষনা করলেন।

আরও পড়ুনঃ বিকেলে বেরোলে খুঁড়িয়ে বাড়ি যেতে হবে, হুঁশিয়ারি দিয়ে প্রচার প্রধানের

এই ঘোষনায় বলা হয়েছে, স্বাভাবিক পরিবেশ না হওয়া পর্যন্ত, এইভাবে বহু লোক জমায়েত হয়ে নির্দিষ্ট স্থানে সবজি,মাছ, মাংস, ডিম ইত‍্যাদি কেনাবেচা করা যাবে না। প্রয়োজনে যে যার এলাকার দোকান থেকে সাতদিনই বেচাকেনা করুন।

এদিন স্থানীয়দের পক্ষে প্রবীর সাঁই জানান, “হাটটি বসত নতুন বাজার হাটের ভিতরে। এলাকাটি ঘন জনবসতি পূর্ণ হওয়ায়, প্রশাসনের সাথে আলোচনাক্রমে তুলনামূলক ফাঁকা জায়গা নদীর পাড়ে কাঠচড়ায় উদ্ভুত পরিস্থিতিতে হাটটি স্থানান্তরিত করা হয়েছিল। কিন্তু তা সত্বেও ভিড় রোধ করতে পারি নি। তাই এই সিদ্ধান্ত নিতে হল। এই মারন ভাইরাস থাবা বসিয়েছে কোলাঘাটের অদূরেই, বল্লুক হাট ও দাসপুরে। যে কোন মূল্যে সরকারি বিধিনিষেধ ও বিশেষজ্ঞদের প্রচারিত সুরক্ষা বলয় মেনে ও পালন করে এই মহামারি ঠেকাতে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ”।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here