ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:

টানা ৬ ঘণ্টা আমপানের তাণ্ডবে কলকাতা বিমানবন্দর প্লাবিত। সঙ্গে একাধিক ছাউনি ভেঙে পড়েছে। রাজ্যব্যাপী আমপানের জেরে অন্ততপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে।

কলকাতা বিমানবন্দরের রানওয়ে ও এয়ারবাস থাকার জায়গাগুলো পুরোপুরি প্লাবিত হয়ে গেছে। এক জায়গার ছাউনি পর্যন্ত উড়ে গেছে।আজ সকাল ৫টা পর্যন্ত বিমানবন্দরের সমস্ত কাজকর্ম বন্ধ ছিল।
মার্চ মাসের ২৫ তারিখ থেকে দেশব্যাপী লকডাউনে প্যাসেঞ্জার উড়ান বন্ধ রয়েছে। শুধুমাত্র কার্গো পরিষেবা এবং উদ্ধার পরিষেবা চালু রয়েছে।
আরও পড়ুন:আমপানের তান্ডবে বিধস্ত হুগলি
কাল দুপুর থেকেই আমপান তার তাণ্ডব শুরু করে পশ্চিমবঙ্গে। সন্ধ্যাবেলায় দাপট বাড়ায়। কলকাতা শহরে এই ঘূর্ণিঝড়ের গতিবেগ ছিল ঘন্টায় ১৩০ কিলোমিটার বেশি। মূলত গোটা কলকাতা শহর লন্ডভন্ড হয়ে গিয়েছে। ভেঙ পড়েছে গাছ, বিদ্যুতের খুঁটি। শহরের অনেক অঞ্চলে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত রয়েছে। ব্যাহত হয়েছে ইন্টারনেট পরিষেবাও।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584